• বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিস মর্গ চালুর জন্য আবেদন স্বাস্থ্যদপ্তরে
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিস মর্গ চালুর জন্য কাগজপত্র জমা পড়েছে স্বাস্থ্যদপ্তরে। ওই হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, পুলিস মর্গের জন্য জায়গা পরিদর্শনও হয়ে গিয়েছে। সব কাগজপত্র জমাও পড়েছে স্বাস্থ্যদপ্তরে। অন্যদিকে, ক্যানিং মহকুমা হাসপাতালে পুলিস মর্গ তৈরির জন্য জায়গা প্রস্তুত থাকলেও লোকবলের অভাবে তা চালু করা যাচ্ছে না। গত বছরেই এটা অনুমোদিত হয়েছিল। যদিও স্বাস্থ্যদপ্তর ও পুলিস সূত্রে খবর, সমস্যা খুব তাড়াতাড়ি মিটবে।

    বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিক পাশের জায়গা পুলিস মর্গের জন্য চিহ্নিত হয়েছে। কয়েকদিন আগে এই জায়গা পরিদর্শনও করেছেন স্বাস্থ্যদপ্তরের লোকজন। এই হাসপাতালের উপরে নির্ভরশীল সুন্দরবনের কুলতলি, মৈপীঠ থেকে শুরু করে জয়নগর, বিষ্ণুপুর,বারুইপুর, মগরাহাট এলাকার লোকজন।

    অন্যদিকে, ক্যানিং মহকুমা হাসপাতালে স্ত্রী বিভাগের আউটডোর সংলগ্ন জায়গায় দুটি ঘর পুলিস মর্গের জন্য বাছা হয়েছে। কিন্তু কয়েক মাস ধরে চিকিৎসকের অভাবে সেটি চালু করা যায়নি। তবে হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকের এই সমস্যা তাড়াতাড়ি মিটে যাবে। এই হাসপাতালের উপরে ক্যানিং, সুন্দরবনের গোসাবা, বাসন্তীর মানুষ নির্ভরশীল। বারুইপুর ও ক্যানিং হাসপাতালে পুলিস মর্গ না থাকায় মৃতদের পরিবারের লোকজনকে গাঁটের কড়ি খরচ করে কলকাতার কাঁটাপুকুরে পুলিস মর্গে যেতে হয়। পাশাপাশি, অনেক সময়ে ময়নাতদন্তের রিপোর্ট থানায় আসতে দেরি হয়ে যায়। বারুইপুর ও ক্যানিং হাসপাতালে পুলিস মর্গ চালু হলে এই সমস্যার সমাধান হবে। - ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)