• দুই বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন সাসপেন্ডেড
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জুলাই ২০২৫
  • ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর প্রাক্তন সভাপতি ডা. শান্তনু সেন ডিগ্রি বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত দু’বছরের জন্য তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (ডব্লিউবিএমসি)। আপাতত তিনি আর চিকিৎসা করতে পারবেন না। রাজনীতি এবং চিকিৎসা দুটি ক্ষেত্রেই তিনি পরিচিত মুখ। শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং রাজ্য সভার সাংসদ ছিলেন। কিন্তু আরজি কর কাণ্ডের সময় দলের সঙ্গে মতবিরোধের কারণে তৃণমূল কংগ্রেস তাঁকে বরখাস্ত করে। অন্যদিকে, ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহার করে রোগী দেখার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে যে, দু’বছরের জন্য স্থগিত করা হল তাঁর রেজিস্ট্রেশন এবং এই সময়ের মধ্যে তিনি ডাক্তার হিসেবে চিকিৎসাও করতে পারবেন না।

    তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, বিদেশি সংস্থা প্রদত্ত এফআরসিপি ডিগ্রির অপব্যবহার করেছেন তিনি। ডব্লিউবিএমসি-র অনুমতি বা রেজিস্ট্রেশন ছাড়াই তিনি তাঁর পরিচয়পত্রে সেই ডিগ্রি ব্যবহার করছিলেন। মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, কাউন্সিলকে না জানিয়ে ওই ডিগ্রি ব্যবহার করা যায় না। এটা পুরোপুরি নিয়মবিরুদ্ধ। সেই সঙ্গে তাঁর ভুয়ো ডিগ্রি সংক্রান্ত অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে।

    শান্তনু সেন অবশ্য দাবি করেছেন যে, ডব্লিউবিএমসি তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করছে। তিনি বলেন, ‘এফআরসিপি একটি সাম্মানিক ডিগ্রি। এর জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করানোর দরকার নেই। কাউন্সিল নিছক প্রতিহিংসাবশত তাঁর বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত নিয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিনি দশ হাজার টাকা জমা দিয়ে আবেদনও করেছিলেন। তবে সেই আবেদন বাতিল হয়ে যায়। শান্তনু সেনের দাবি, সেই টাকাও তাঁকে ফেরত দেওয়া হয়নি।

    রাজনীতি এবং চিকিৎসা দুটি ক্ষেত্রেই শান্তনু সেন যথেষ্ট ধাক্কা খেলেন। এই দু’বছর তিনি ডা. পরিচয়টুকু দিতে পারবেন না। পারবেন না চিকিৎসা করতেও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)