• তামান্নার মৃত্যুর তদন্তে সিবিআই চেয়ে হাইকোর্টের দ্বারস্থ পরিবার
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জুলাই ২০২৫
  • কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের বিজয় মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত নাবালিকা তামান্নার পরিবার এবার হাইকোর্টের দ্বারস্থ। পরিবারের অভিযোগ, পুলিশকে এই ঘটনার তদন্ত করতে দেওয়া হচ্ছে না। এজন্য তাঁরা তামান্নার মৃত্যুর তদন্তে সিবিআই চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন। মৃত নাবালিকার পরিবারের হয়ে মামলা লড়বেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

    প্রথম থেকেই পুলিশি তদন্তে আস্থা রাখলেও অবশেষে ১১ দিনের মাথায় সুবিচারের দাবিতে আইনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু করেছেন তাঁরা। তামান্নার বাবা বলেন, ‘এতদিন পুলিশের উপর ভরসা করেছিলাম। এখন সিবিআই তদন্ত চাইছি।’

    বৃহস্পতিবার পলাশী থেকে রওনা হওয়ার সময় একই কথা বলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, পুলিশের ওপরে আমাদের ভরসা আছে। কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আমরা হাইকোর্টে যাচ্ছি। আশা করব বিচার পাব। সেই কারণে বিকাশ ভট্টাচার্যের সঙ্গে যাচ্ছি। এতদিন পুলিশের উপর ভরসা করেছিলাম। কিন্তু এখনও অনেক আসামি বাইরে ঘুরছে। পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।’

    গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় মিছিলে বোমা ছোড়ার ঘটনায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্নার। এই ঘটনায় শোকার্ত হয়ে পড়ে পরিবার। বিষয়টি নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবারই তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ এবং তাঁর ছেলে বিমল শেখকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর আদালতে তোলে পুলিশ।

    উল্লেখ্য, মা – বাবার একমাত্র সন্তান ছিল তামান্না। এর আগে চারটি সন্তানকে হারিয়েছেন এই দম্পতি। অনেক কষ্টে তামান্নাকে বড় করছিলেন তাঁরা। সেজন্য তার বাবা মেয়েকে একটু ভালো করে বড় করতে ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেই মেয়ের মৃত্যুর পর বেঁচে থাকার কারণ খুঁজছেন এই সন্তানহারা দম্পতি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)