• হায়দরাবাদে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, নিখোঁজ সঙ্গী
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জুলাই ২০২৫
  • ভিনরাজ্যে কাজে গিয়ে ফের বাংলার এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। এই ঘটনার পর নিখোঁজ হয়েছেন তাঁর এক সঙ্গী। মৃতের নাম রোশন হেলা ওরফে ডাবা(৪৩)। তিনি উত্তর আসানসোলের রামকৃষ্ণ ডাঙালের ভুঁইয়া পাড়ার বাসিন্দা। আর নিখোঁজ ব্যক্তির নাম রঞ্জিত পণ্ডিত। পরিবারকে এই খবর দিয়েছে আসানসোল উত্তর থানার পুলিশ। খবর পেয়ে রোশনের দাদা বৃহস্পতিবার হায়দরাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর পরিবার এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় খুনের তদন্তের দাবি করেছেন।

    জানা গিয়েছে, গত ১৯ জুন কয়েকজন বন্ধুর সঙ্গে হায়দরাবাদে এক বেসরকারি কারখানায় কাজে যোগ দেন রোশন। সেখানে কারখানার আবাসনেই থাকতেন রোশন ও রঞ্জিত। গত ২ জুলাই বুধবার কারখানার ওই আবাসন থেকে রোশনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। যদিও পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, এই ঘটনায় রঞ্জিত জড়িত থাকতে পারেন। সেজন্য তিনি পালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টির তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশ।

    প্রসঙ্গত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর দুর্ভোগ লেগেই রয়েছে। ভিন রাজ্যে কাজে গিয়ে কখনও বাংলাদেশী সন্দেহে হেনস্তা করা হচ্ছে, আবার কখনও তাঁদের রহস্যমৃত্যুর ঘটনা ঘটছে। বার বার এই ঘটনার জেরে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)