• লোকসভা নির্বাচনে ব্যবহৃত গাড়ি ভাড়ার লক্ষ লক্ষ টাকা বকেয়া, ক্ষুব্ধ মালিকদের আবৃ
    এই সময় | ০৪ জুলাই ২০২৫
  • ২০২৪ সালের লোকসভা ভোটে জেলা প্রশাসনের মাধ্যমে একাধিক ছোট গাড়ি কাজের জন্য নিয়েছিল নির্বাচন কমিশন। গাড়ি মালিকদের অভিযোগ, বছর ঘুরে গেলেও এখনও গাড়ি ভাড়ার সেই বকেয়া বিল পাননি তারা। যার ফলে সাংঘাতিক সমস্যায় পড়েছেন গাড়ি মালিকরা।

    ভোটের সময় গাড়ি ভাড়া দেওয়া ৫৬ জন গাড়ি মালিক, তাদের প্রায় ৩০ লক্ষ টাকা বকেয়া রয়েছে বলে দাবি করেছেন। বৃহস্পতিবার দুপুরে ছোট গাড়ির বিল পরিশোধ করার জন্য জেলা শাসকের দ্বারস্থ হন ছোট গাড়ি মালিকদের একটি সংগঠন। অবিলম্বে ওই বকেয়া বিল না মেটালে দপ্তর ঘেরাওয়ের পথে হাঁটবেন বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন গাড়ি মালিকরা। তবে দপ্তরের তরফে জানানো হয়েছে পরবর্তী ধাপে টাকা এলে তাদের দেওয়া হবে। তবে সেই টাকা কবে আসবে তা জানা নেই দপ্তরের।

    এই সংগঠনের তরফে নৃপেন্দ্রনাথ কুণ্ডু বলেন, ‘লোকসভা নির্বাচনের সময় আমরা গাড়ি ভাড়া দিয়েছিলাম। বারবার পরিবহন দপ্তর ও অন্যান্য দপ্তরে দরবার করেও, সেই টাকা আজও মেটানো হয়নি। শুধু তাই নয় সারা বছর বিভিন্ন সরকারি কাজে যে গাড়িগুলি বাইরে থেকে ভাড়া নেওয়া হয়, সেগুলোরও সঠিক সময়ে ভাড়া মেটানো হচ্ছে না। এছাড়াও বিভিন্ন সময় বিল হারিয়ে ফেলছে। গাড়ি মালিকদের অযথা হয়রানি বন্ধের দাবিতেই ও বকেয়া প্রদানে উদ্যোগী হতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছি।’

  • Link to this news (এই সময়)