• ৪ বছরে সর্বাধিক বৃষ্টি চলতি জুনে, আগামী বুধ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে
    এই সময় | ০৪ জুলাই ২০২৫
  • জুনে স্বাভাবিক বৃষ্টি পেয়েছে তিলোত্তমা। জুলাইতেও শহরে বৃষ্টির ঘাটতি হবে না, পূর্বাভাস আবহবিদদের। তবে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির ঘাটতি হতে পারে। এখানেই শেষ নয়, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত চার বছরে ২০২৫-এর জুন মাসেই কলকাতায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্র থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের হাওয়া বদল হবে। সেখানেও দুর্যোগের পূর্বাভাস।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জুলাই মাসেও কলকাতার স্বাভাবিক বৃষ্টি পাওয়ার সম্ভাবনা। আর বৃষ্টির জন্য তাপমাত্রার পারদও থাকবে নিম্নমুখী। গত ১৭ জুন কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করেছে বর্ষা। সেই মাসেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল জোড়া নিম্নচাপ। সবমিলিয়ে বঙ্গের একাধিক জেলায় জুন মাসে ভারী বৃষ্টিপাত হয়। জুনে ১৯ দিন বৃষ্টি হয়েছে শহরে এবং কলকাতায় মোট বৃষ্টিপাত হয়েছে ২৪১.৫ মিলিমিটার। আর তাপমাত্রাও অপেক্ষাকৃত কম ছিল সেই মাসে। আবহবিদ এইচআর বিশ্বাস বলেন, ‘জুলাইতেও দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে আমরা আশা করছি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সামান্য বৃষ্টির ঘাটতি হতে পারে।’

    শুক্র থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা এবং সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্র থেকে রবি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে।

    উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৮ জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে সেখানে। বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ারের জনজীবন এই বৃষ্টিতে অপেক্ষাকৃত বেশি প্রভাবিত হতে পারে।

    গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। বৃহস্পতিবার সারাদিন গুমোট আবহাওয়া ছিল কলকাতায়। শুক্রবার হাওয়া বদলের পূর্বাভাস। আকাশ থাকবে মেঘলা। দিনের বিভিন্ন সময়ে একাধিকবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়াবে।

    গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। শুক্রবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ।

  • Link to this news (এই সময়)