দক্ষিণ কলকাতায় আইন কলেজের ভিতর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ চারজনকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। কলেজের বিভিন্ন অংশের থ্রিডি ম্যাপিং-ও করা হয় বলে সূত্রের খবর।
আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধৃত নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে আজ আদালতে হাজির করানো হবে। নির্যাতিতার অভিযোগ ছিল, ঘটনার আগে চোখের ইশারায় পিনাকীকে গার্ড রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। এমনকী, পিনাকীর ফোনও কেড়ে নেন এক অভিযুক্ত। কিন্তু, প্রশ্ন হলো পিনাকী তো জানতেন, ওই ঘরে কী হয়েছে। তা হলে ফোন ফেরত পাওয়ার পরে এবং অভিযুক্তরা কলেজ ছাড়ার পরে কেন পুলিশ বা কলেজ কর্তৃপক্ষকে পিনাকী কিছু জানালেন না ?
চিনের সঙ্গে বাণিজ্যচুক্তি ইতিমধ্যেই করেছে আমেরিকা। এ বার ভারতের জন্যও উপহার অপেক্ষা করছে, ইঙ্গিত দিয়েছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, শীঘ্রই এই দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করতে পারে ভারত এবং আমেরিকা।
শুক্রবারও একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এ দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া।
জাল নোট পাচারকারী সন্দেহে বৃহস্পতিবার এক ব্যক্তিকে আটক করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম রামিজ রাজ লস্কর (ভিকি)। হাওড়া থেকে আটক করা হয়েছে তাঁকে। কিছুদিন আগেই এই ভিকির এক সঙ্গীকে আটক করেছিল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সামনে আসে ভিকির নাম।