• আটক বাংলার শ্রমিকেরা, নবান্ন থেকে চিঠি ওড়িশার মুখ্যসচিবকে
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জুলাই ২০২৫
  • গত কয়েকমাস ধরে ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে। গত ২৫ জুন ওড়িশার রেমুনা থানার পুলিশ আটক করেছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটির ১৭ জন শ্রমিককে। আটক করার পরবর্তী পর্যায়ে এই শ্রমিকদের নানানভাবে হেনস্তা করা হয়েছে। তাঁদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় ফলে পরিবারের লোকেদের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য। স্থানীয় বিধায়ক অশোক চট্টোপাধ্যায় আটক শ্রমিকদের যাবতীয় পরিচয়পত্র নিয়ে জেলাশাসক বিধান রায়ের কাছে যান। এই সব তথ্য পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে। আজ, বৃহস্পতিবার মুখ্যসচিব মনোজ পন্থ, আটক শ্রমিকদের যেভাবে হেনস্তা করা হচ্ছে তাঁর বিরুদ্ধে আপিল জানিয়ে ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজাকে চিঠি দেন।

    চিঠিতে, রাজ্যের মুখ্যসচিব পশ্চিমবঙ্গ থেকে ওড়িশায় জীবিকার উদ্দেশ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের যেভাবে হেনস্তা হতে হচ্ছে সেই বিষয়ে দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন এই শ্রমিকদের মধ্যে রয়েছে দিনমজুর, রিক্সাচালক , বাড়ির পরিচারক এবং এরকম আরও অনেক কর্মী যারা ওড়িশার অর্থনীতিতে অনবরত নিজেদের অবদান রাখছেন। চিঠিতে তিনি বলেছেন এই শ্রমিকদের, যাঁদের নিজেদের মাতৃভাষা, বাংলায় কথা বলার জন্য অন্যায়ভাবে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে সেটা শুধুমাত্র বৈষম্যমূলক আচরণই নয় বরং ভারতীয় নাগরিক হিসেবে এই আচরণ তাঁদের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক, যেহেতু তাঁদের ভারতীয় নাগরিক হিসেবে সবরকম নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।

    চিঠিতে আরও রয়েছে যে, খবর এসেছে ওড়িশার পারাদ্বীপ অঞ্চলে কোনো আইনি প্রক্রিয়া না মেনে অনেক ব্যক্তিকে আটক করা হচ্ছে এবং তাঁরা ভারতীয় নাগরিকত্বের সবরকম প্রমাণ (ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বিদ্যুতের বিল প্রভৃতি) দিলেও সেগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অনেক ক্ষেত্রে তাঁদেরকে কয়েক প্রজন্ম আগেকার জমির দলিল দেখাতে বলা হচ্ছে যা পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে একটি অযৌক্তিক দাবি বলে মনে করছেন বাংলার মুখ্যসচিব। তিনি আরও অভিযোগ জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আটক শ্রমিকদের নাগরিকত্ব নিশ্চিত করার পরেও ওড়িশার তরফ থেকে কোনো সদর্থক পদক্ষেপ দেখা যায়নি।

    এই অমানবিক ঘটনাগুলিকে আটকানোর জন্য মনোজ পন্থ ওড়িশার মুখ্যসচিবকে হস্তক্ষেপ করতে অনুরোধ জানিয়েছেন। ব্যাপারগুলিকে আরও মানবিক দিক থেকে দেখতে অনুরোধ করেছেন এবং বলেছেন বাঙালি শ্রমিকদের তাঁদের মাতৃভাষায় কথা বলার জন্য যেন বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহ করে আটক করা না হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)