ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দুর্যোগের আশঙ্কা! ভাসবে দক্ষিণবঙ্গ
প্রতিদিন | ০৪ জুলাই ২০২৫
নিরুফা খাতুন: ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ফের বাংলায় দুর্যোগের পরিস্থিতি। রবিবার পর্যন্ত কার্যত বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলো। সঙ্গী হবে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ওড়িশা ও সংলগ্ন গায়েঙ্গ পশ্চিমবঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবত। এটি দক্ষিণে ঝুঁকে রয়েছে। উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখাটি। এই অক্ষরেখাটি গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশার ঘূর্ণাবর্তের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিকানির শিবপুর, খাজুরাহো, ডাল্টনগঞ্জ, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবেই শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। পরবর্তীতে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত আবহাওয়া একইরকম থাকবে বলেই খবর। সোমবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিবার। তবে বুধবার অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে।
উত্তরের পাঁচ জেলাতেও চলবে বৃষ্টি। শনি ও রবিবার বাড়বে বৃষ্টি। সোমবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। প্রসঙ্গত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, কর্ণাটক, কঙ্কন, গোয়া ও ওড়িশায়।