• ২৫ জুন কী ঘটেছিল কসবার আইন কলেজে? ভোররাতে মনোজিতদের নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ
    এই সময় | ০৪ জুলাই ২০২৫
  • দক্ষিণ কলকাতায় আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ করলেন তদন্তকারীরা। শুক্রবার ভোররাতে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ মোট চার অভিযুক্তকে ওই কলেজে নিয়ে যাওয়া হয়। এ দিন কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে কোর্টে হাজির করানো হবে। তার আগেই ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে।

    সূত্রের খবর, শুক্রবার ভোররাতে অভিযুক্তদের নিয়ে ওই কলেজে যান তদন্তকারীরা। সেখানে আগে থেকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। বেশ কয়েক ঘণ্টা ধরে পুনর্নির্মাণ করানোর পরে অভিযুক্তদের নিয়ে কলেজ থেকে বেরিয়ে যান তদন্তকারীরা। ইউনিউয়ন রুম, গার্ড রুম- সেই দিন কোথায়, কখন, কী ঘটেছিল, তার পুনর্নির্মাণ করা হয় এ দিন। করা হয় ভিডিয়োগ্রাফিও। এক তদন্তকারী সংবাদসংস্থাকে জানান, নির্যাতিতার অভিযোগের সঙ্গে পুনর্নির্মাণে পাওয়া বিষয়গুলি মিলিয়ে দেখা হবে। আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জ়ইব আহমেদের পাশাপাশি তদন্তকারীদের নজরে পিনাকীর ভূমিকাও।

    নির্যাতিতার অভিযোগ ছিল, ২৫ জুন পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করতে কলেজে গিয়েছিলেন তিনি। দুপুর ১২টা বেজে ৫ মিনিটে কলেজে পৌঁছন তিনি। ফর্ম ফিল-আপ করার পরে ইউনিয়ন রুমে গিয়ে তিনি বসেছিলেন। কিছুক্ষণ পরেই মূল অভিযুক্ত মনোজিৎ ইউনিয়ন রুমে ঢোকে। ওই দিনে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে তাঁর উপরে চলে নির্যাতন।

  • Link to this news (এই সময়)