• ফের পাথরপ্রতিমায় আতঙ্ক, বনকর্মীদের জালে ধরা পড়ল কুমির
    এই সময় | ০৪ জুলাই ২০২৫
  • দু’দিন আগেই পাথরপ্রতিমার একটি গ্রামে পুকুরে কুমিরের দেখা মিলেছিল। বৃহস্পতিবার ফের পাথরপ্রতিমাতেই কুমিরের আতঙ্ক ছড়াল। এ বার সেখানকার কিশোরীনগর সংলগ্ন এলাকায় কুমিরের দেখা মিলল। সেখানে খোকন বেরা নামে এক ব্যক্তির বাড়ির পুকুরে বড় কুমির দেখা যায়। এর পরে ভাগবতপুর রেঞ্জের বনদপ্তরে খবর দেওয়া হয়। শেষ পর্যন্ত শুক্রবার সকালে বনকর্মীরা কুমিরটিকে ধরেন। তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ভাগবতপুর কুমির প্রকল্পে পাঠানো হয়েছে।

    স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে খোকন পুকুরের সামনে গিয়ে দেখেন মাছেরা অস্বাভাবিক আচরণ করছে। পুকুরের আরও কাছে যেতেই তাঁর চোখে পড়ে বড় এক কুমিরের। তিনি দেখেন কুমিরটি জলের মধ্যে একের পর এক মাছ খাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করেন ওঠেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।

    স্থানীয় সূত্রের খবর, খবর পাওয়ার পরে বনকর্মীরা এসে পুকুর জাল দিয়ে ঘিরে ফেলেন। তাঁরা সারাদিন সেখানে কুমিরটিকে ধরার চেষ্টা করেন। কিন্তু এ দিন তাঁদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। এর পর শুক্রবার সকাল ৭টা নাগাদ চারটি পাম্প বসিয়ে পুকুরের জল নামানো হয়। জল সরতেই দেখা মেলে বড় কুমিরের। সে সময়ে বনকর্মীরা জাল ফেলে কুমিরটি ধরে ফেলেন।

    এ দিন পুকুরে কুমির দেখার পর থেকে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। কেন বারবার লোকালয়ে কুমির ঢুকে পড়ছে তা নিয়ে উদ্বেগে রয়েছেন বনদপ্তর।

  • Link to this news (এই সময়)