সংবাদদাতা, শীতলকুচি: কোচবিহারে চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর গলায় আঘাত করে আত্মঘাতী হলেন স্বামী! বৃহস্পতিবার রাতে এহেন ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ী পঞ্চায়েতের রাজারাম জয়দুয়ার গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উকিল বর্মন। স্থানীয়দের দাবি, এদিন স্বামী স্ত্রীর মধ্যে বচসা চলছিল। সেই সময় উকিল ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রীর গলায় আঘাত করে। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। সেইসময় প্রতিবেশী এক দাদুর বাড়িতে গিয়ে আত্মঘাতী হয় উকিল। পরে শীতলকুচি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে, তাঁর স্ত্রী চম্পা বর্মন মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।