• কোচবিহারে তৃণমূল নেতাকে টার্গেট করে গুলি! গুরুতর জখম যুবক, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বৃহস্পতিবার রাতে কোচবিহারে চাঞ্চল্যকর ঘটনা। কোচবিহার-২ ব্লকের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা রাজু দে'কে গুলি করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আক্রান্ত ব্যক্তি। রাতেই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের নেতা পার্থ প্রতিম রায় দাবি করেন, কোচবিহার ২ ব্লকের চকচকায় গুলিকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে কোচবিহার উত্তরবিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তাঁর নির্দেশেই এই ঘটনা ঘটেছে বলে দাবি জানিয়ে, অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি করেন তিনি। পাশাপাশি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে'কে দুষ্কৃতীরা গুলি করেছে। তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ডান কাঁধে গুলি লেগেছে। পুলিস একটা কালো রঙের স্ক্ররপিও গাড়ির সিসিটিভি ফুটেজ পেয়েছে। গাড়িটিও ধরা করা হয়েছে। রাজুর অস্ত্রোপচার ভালো হয়েছে। শুক্রবার কোচবিহার-২ ব্লকে সর্বত্র প্রতিবাদ আন্দোলন হবে। এসব মেনে নেওয়া যায় না।”যদিও তৃণমূলের এই অভিযোগের প্রেক্ষিতে কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, “আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই ঘটনার কিছুই জানা নেই।”
  • Link to this news (বর্তমান)