নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্দোলন করতে গিয়ে বিকাশ ভবনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল ২০১৬-র চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে। সেই মামলায় হাইকোর্ট পুলিসকে তদন্তে ' গো স্লো ' নির্দেশ দেওয়ার পরেও বিধাননগর উত্তর থানা একের পর এক নোটিস পাঠাচ্ছে বলে অভিযোগ ওঠে হাইকোর্টে। এপ্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, যিনি বা যাঁরা এমন নোটিস পেয়েছেন তারা তা খারিজের জন্য আবেদন করতে পারবেন। হয় পৃথক পৃথক ভাবে নিজেরা আবেদন করবেন বা তাঁরা সকলে একসঙ্গে কোনও আইনজীবীকে দিয়ে এই আবেদন করতে পারবেন।আবার বোর্ডকে এই ইস্যুতে কোনও শিক্ষককে নোটিস না দিতে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও উচ্চ শিক্ষা দপ্তর তাদের নোটিস পাঠাচ্ছে বলেও এদিন কোর্টে অভিযোগ করেন দুই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল ও সংগীতা ঘোষ। মামলাকারীদের আইনজীবী রাজদীপ মজুমদার এই ইস্যুতে দায়ের মূল এফআইআর খারিজ করে দেওয়ার দাবি করেন। যদিও এদিন কোর্ট জানিয়ে দেয়, নোটিস নিয়ে আবেদনের শুনানি করার পরে এই নিয়ে বিবেচনা করা হবে।