• ‘এই কারণে’ সোমবার থেকে খুলবে কসবার সেই কলেজ, বৈধ প্রবেশপত্র ছাড়া প্রবেশ নিষেধ
    এই সময় | ০৫ জুলাই ২০২৫
  • অবশেষে খুলতে চলেছে দক্ষিণ কলকাতার আইন কলেজ। আগামী সোমবার থেকে কলেজ খুলবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন প্রিন্সিপাল। তবে পঠনপাঠন শুরু হচ্ছে না এখনই। শুধু মাত্র ফর্ম ফিলআপের জন্যেই কলেজ খুলছে বলে জানানো হয়েছে।

    দক্ষিণ কলকাতার ওই আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। তার পরেই গত ৩০ জুন অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দেওয়া হয় কলেজ। কলেজের ওয়েবসাইটে নোটিস দিয়ে তা জানিয়েও দেওয়া হয়। এ বার ফের কলেজ খুলতে চলেছে।

    কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, যুগ্ম পুলিশ কমিশনারের অনুমতির পরে কলেজের গভর্নিং বডির নির্দেশ অনুযায়ী সোমবার থেকে কলেজ খুলবে। এলএলএম পড়ুয়াদের ক্লাস রুটিনে নজর রাখতে বলা হয়েছে। তবে প্রত্যেককে বৈধ পরিচয়পত্র নিয়ে কলেজে আসতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়।

    সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত কলেজে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সমস্ত পড়ুয়ারা একই দিনে কলেজে আসতে পারবেন না। তাঁদের জন্যে নির্দিষ্ট দিন ভাগ করে দিয়েছেন অধ্যক্ষ।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বৈধ পরিচয়পত্র নিয়ে কলেজে আসতে পারবেন বিএ এলএলএলবি কোর্সের ফার্স্ট সেমেস্টারের পড়ুয়ারা। ফর্ম ফিলআপের জন্যে কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে তাঁদের।

    মঙ্গলবার ৮ জুলাই আসতে হবে ফোর্থ সেমেস্টারের ছাত্রছাত্রীদের। সিক্সথ সেমেস্টারের পড়ুয়ারদের যেতে হবে বুধবার ৯ জুলাই। আর ১০ জুলাই বৃহস্পতিবার কলেজে যাবেন এইটথ সেমেস্টারের অনার্স এবং জেনারেলের ছাত্রছাত্রীরা। পাশাপাশি বিনা কারণে কলেজে আসা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)