• পটলডাঙায় কাকা-ভাইপোর রহস্যমৃত্যু, দেনার দায়ে আত্মহত্যা?
    এই সময় | ০৫ জুলাই ২০২৫
  • শুক্রবার সন্ধ্যায় আমহার্স্ট স্ট্রিট এলাকা থেকে উদ্ধার দুই ব্যক্তির মৃতদেহ। সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো বলে জানা গিয়েছে। দুই ব্যক্তির নাম পলাশ বসু (৭০) ও তাঁর ভাইপো নীলাঞ্জন বসু (৫১)। দু’জনেই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তবে কী কারণে আত্মহত্যা নাকি দুই ব্যক্তির মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

    ট্যাংরা, কসবার পর এ বার পটলডাঙা। একই পরিবারের দুই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে এ দিন সন্ধ্যায়। দেনার দায়ে দু’জনে আত্মহত্যা করেছেন নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

    জুন মাসেই কসবার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় একই পরিবারের তিন জনের দেহ। ৭০ বছরের বৃদ্ধ সরজিৎ ভট্টাচার্য, তাঁর স্ত্রী গার্গী ভট্টাচার্য এবং পুত্র আয়ুষ্মান ভট্টাচার্যের দেহ উদ্ধার করা হয়। এর কয়েকমাস আগেই  ট্যাংরার অতল শূর রোডের একটি বাড়ি থেকে দে পরিবারের দুই বধূ এবং এক কিশোরীর দেহ উদ্ধার হয়েছিল। যে ঘটনাকে কেন্দ্র করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের তদন্তে।

  • Link to this news (এই সময়)