• রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ, তৃণমূল নেতার গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার বিজেপি বিধায়কের পুত্র...
    আজকাল | ০৫ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রাজু দে'র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দীপঙ্কর রায় ও তার গাড়ির চালক উত্তম গুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বিজেপি বিধায়কের গাড়ি। অভিযোগ, ঘটনার সময় এই গাড়িটি ব্যবহার করা হয়েছিল। 

    এবিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, 'বৃহস্পতিবার পুন্ডিবাড়ি এলাকায় যে গুলি চালানোর ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা দু'জনকে গ্রেপ্তার করেছি। যে গাড়ি নিয়ে তারা ঘটনাটি ঘটিয়েছে সেই গাড়িটিও আমরা বাজেয়াপ্তের করেছি। ঘটনায় যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।' তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, যে বিজেপি বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন সেই বিধায়কের পুত্র তার সঙ্গীদের দিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। 

    অভিযোগ প্রসঙ্গে বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, কালো স্করপিও গাড়ি তো আমার একারই নেই। তৃণমূল আমাকে এবং আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। 

    উল্লেখ্য, তৃণমূল নেতা রাজু দে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঝিনাইডাঙা এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় কালো রঙের একটি স্করপিও গাড়ি করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ডান কাঁধে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই নেতা। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেপ্তারির দাবিতে শুক্রবার পথে বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেস। সিসিটিভি ফুটেজ দেখে এবং তদন্ত চালিয়ে বিজেপি বিধায়কের পুত্র ও তার গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ।
  • Link to this news (আজকাল)