সুব্রত বিশ্বাস: চরম বিপজ্জনক অবস্থায় সালকিয়ার বেনারস রোড ওভারব্রিজ। যে কোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। অবিলম্বে এই ব্রিজ দিয়ে বন্ধ করা হোক বাস, মিনিবাস ও লরি চলাচল। চলতি বছরের ১৯ জুন ও ১৬ জুন জেলাশাসক, পুলিশ কমিশনার ও কালেক্টরকে বিপদের আশঙ্কা করে এই আবেদন জানানো হয়। তা সত্ত্বেও ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করছে এখনও বলে রেলের অভিযোগ।
যদিও হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া জানিয়েছেন, ভারী যানবাহন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিছু বন্ধও হয়েছে। আমরা ঘুরে দেখেছি। রুট পরিবর্তন করে পুলিশ। তারাও নিশ্চয় ব্যবস্থা নিচ্ছে। হাওড়া সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার (কো অর্ডিনেশন) কার্তিক সিং লিখিত চিঠিতে সরাসরি জানিয়েছে, ব্রিজের ভয়ঙ্কর দশার কথা। বয়সের জন্য একেবারে খারাপ পরিস্থিতিতে রয়েছে। ভারী যানবাহন বন্ধ না হলে বিপত্তি হতে পারে।
এখনও ওই ব্রিজ দিয়ে ভট্টনগর-ধর্মতলা, জগদীশপুর-হাওড়া, বলুহাটি-ধর্মতলা প্রভৃতি রুটের অসংখ্য বাস চলাচল করে। এছাড়া মালবাহী লরি, টোটো, অটো সবই অবাধে চলছে। ব্রিজের পরিস্থিতি খারাপ হওয়ায় পাশে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। যা আগামী নভেম্বর মাসে কাজ হওয়ার কথা। ততদিন বিকল্প রুটে চালানো হোক গাড়িগুলি বলে রেলের আবেদন।