• শমীক-বরণে কালীকথা, নেই ‘জয় শ্রীরাম’, ‘নতুন’ বিজেপি নিয়ে ক্ষুব্ধ অবাঙালি শিবির
    প্রতিদিন | ০৫ জুলাই ২০২৫
  • স্টাফ রিপোর্টার: নেই চিরাচরিত ‘হিন্দুত্বে’র কথা। শোনা গেল না রামনামও। বিজেপি রাজ‌্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যর অভিষেক মঞ্চের ছবি দেখে ব্যাপক ক্ষুব্ধ দলের অবাঙালি শিবির। রামের ছবির বদলে মঞ্চে কালীঘাটের মা কালীর ছবি, তাতে বিজেপির একাংশ মূলত অবাঙালি শিবির ক্ষোভ প্রকাশ করেছে। অন‌্যদিকে, বাঙালিদের মধ্যে আবার অনেকের বক্তব‌্য, রাজনৈতিক মঞ্চে মা কালীর ছবি রাখা ঠিক হয়নি। শুধু তাই নয়, বিজেপির এই রাজনৈতিক মঞ্চের জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির সঙ্গে ভেসে উঠছিল মা কালীর ছবিও। ‘বাঙালি’ হতে চাওয়ার মরিয়া চেষ্টায় বিজেপির এই ধর্ম নিয়ে খেলার সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসও। বৃহস্পতিবার সায়েন্স সিটি চত্ত্বরে বঙ্গ বিজেপির এই অনুষ্ঠান মঞ্চে আবার জায়ান্ট স্ক্রিনে মা কালীর ছবির সঙ্গে দেখানো হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিও। তৃণমূলের বক্তব‌্য, ধর্ম নিয়ে বিজেপি খেলা করছে। ধর্মের চরম অপমান।

    রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বক্তব‌্য, ”বঙ্গ বিজেপির অনুষ্ঠানে মা কালীর ছবির পাশে দেখলাম মোদির ছবি! উদ্দেশ‌্যটা কি? মা কালী একটি রাজনৈতিক মঞ্চে কেন? ধর্মকে অপমান করল বিজেপি।’’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘মা কালী তো রাজনীতি করেন না, তাহলে রাজনৈতিক মঞ্চে তাকে কেন রাখা হল? আবার মা কালীর পাশে দুই নেতার ছবি। মা কালীর ছবির পাশে নরেন্দ্র মোদীর ছবি রাখবার কথা বিজেপি ভাবল কী করে? বিভেদ ছড়িয়ে ভোটে জেতা যায় না। আগামী বিধানসভায় ৪৮-এর কম আসন পাবে বিজেপি।’’ তৃণমূলের এই সমালোচনার পাল্টা জবাব দিয়ে বিজেপির সদ‌্য প্রাক্তন রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ‘‘নরেন্দ্র মোদির ছবি ছিল দূরে, এলইডি স্ক্রিনে।’’

    শমীক ভট্টাচার্যকে আনুষ্ঠানিক ভাবে সভাপতি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। আর তাৎপর্যপূর্ণভাবে সেই মঞ্চে শ্রীরামচন্দ্রের ছবি নয়, দেখা গিয়েছে কালীঘাট মন্দিরের মা কালীর বিগ্রহের ছবি। যা ছিল ফ্রেমে বাঁধানো, মঞ্চের ডান পাশে রাখা ছিল। আবার সভাপতি শমীকের নাম ঘোষিত হতে সেই ছবিই বড় আকারে ভেসে উঠেছিল মঞ্চের পিছনে এলইডি স্ক্রিনে। বিজেপির যে কোনও মঞ্চে সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায় এবং ভারতমাতার ছবি থাকে। সায়েন্স সিটির মঞ্চেও তা ছিল। রাখা ছিল ফুল-মালায় সজ্জিত কালীর ছবিও, যা ব‌্যতিক্রমী। আবার বিজেপির কর্মসূচিতে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও ওঠে বারবার। কিন্তু এদিন মঞ্চে শ্রীরামের পাশাপাশি মা কালীর নামেও জয়ধ্বনি শোনা গিয়েছে নেতাদের মুখে। ‘জয় শ্রীরাম ধ্বনি’ অপেক্ষাকৃত কমই শোনা গিয়েছে। আর শ্রী রামের কোনও ছবিও দেখা যায়নি মঞ্চে।

    এ প্রসঙ্গে বিজেপির নয়া রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যর বক্তব‌্য, ‘‘জয় শ্রীরামও আমাদের কাছে কোনও স্লোগান নয়, জয় মা কালীও কোনও স্লোগান নয়।’’ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব‌্যর ব‌্যাখ‌্যা, ‘‘মা কালী, মা দুর্গা, দেবী চণ্ডী, চৈতন‌্য মহাপ্রভু এবং পশ্চিমবঙ্গের শক্তিকে এগিয়ে নিয়ে আমরা লড়াই করব। বিজেপির এই লড়াই বাঙালি অস্মিতা, বাঙালি গৌরব, হিন্দুদের আস্থা এবং সংগ্রামীদের ঐতিহ‌্য ফিরিয়ে আনা ও রক্ষা করার প্রতিশ্রুতি।’’
  • Link to this news (প্রতিদিন)