• কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে চলছিল বোমা বাঁধার কাজ, বিস্ফোরণে মৃত এক, জখম একাধিক
    এই সময় | ০৫ জুলাই ২০২৫
  • বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের জেরে বাড়ি ধসে আরও তিন জন আহত হয়েছেন বলে খবর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বর্ধমানের কাটোয়ায়। বাড়িটি ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।

    গ্রামবাসীদের অভিযোগ, কাটোয়ার রাজুয়া গ্রামে বহিরাগতদের এনে বোমা বাঁধা হচ্ছিল। বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গ্রাম। বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন কয়েকজন ছুটে পালাচ্ছেন৷ এর পরেই কাটোয়া থানার পুলিশের কাছে খবর যায়৷

    এলাকার বাসিন্দাদের একাংশ জানান, অসাধু কাজের জন্যেই বোমা বাঁধা হচ্ছিল৷ বাইরে থেকে দুষ্কৃতীদের এনে বোমা বাঁধা চলছিল একটি পরিত্যক্ত বাড়িতে৷ ওই বাড়ির মালিক মারা যাওয়ার পর তাঁর তিন ছেলে পাশের একটি বাড়িতে থাকেন৷ ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থাতেই ছিল৷

    তবে কে বা কারা সেখানে বোমা বাঁধছিল? কোথা থেকে দুষ্কৃতীরা এসেছিল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে৷ কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুষ্কৃতীদের শীঘ্রই আটক করা হবে।

  • Link to this news (এই সময়)