• ‘সিঁদুর শুধু শোভা নয়…’, কেমন হবে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম? দেখুন ভিডিয়ো
    এই সময় | ০৫ জুলাই ২০২৫
  • ২২ এপ্রিল, ২০২৫। দেশের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর জঙ্গি হামলার সাক্ষী হয় দেশ। নৈসর্গিক বৈসরন ভ্যালিতে নির্বিচারে গুলি করে মারা হয় ২৬ জনকে। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ভারতীয়দের মনে। জঙ্গি নিধনে বার বার সতর্ক করা হয়েছিল পাকিস্তানকে। শিক্ষা হয়নি। টার্গেট লক করে বেছে বেছে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। নিখুঁত এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযানের প্রতীকী ঝলক দেখার সুযোগ পাবেন কলকাতাবাসী।

    ‘অপারেশন সিঁদুর’ থিম করা হচ্ছে, আগেই জানিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। এ বার প্রকাশ করা হলো পুজোর থিম ভিডিয়ো। অ্যানিমেশনের মাধ্যমে বানানো হয়েছে সেই ভিডিয়ো। ব্যাকগ্রাউন্ডে বাজানো হচ্ছে ‘আরম্ভ হি প্রচন্ড’ গান। মণ্ডপ কী রকম দেখতে হবে, দেওয়া হয়েছে তার একটি ঝলক। ভিডিয়োটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

    মধ্যে কলকাতার এই পুজোর প্রতি বাড়তি আকর্ষণ থাকে দর্শকদের। দু’বছর আগে অযোধ্যার ‘রাম মন্দির’ থিম করে দর্শকদের নজর কেড়েছিল বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রেরে লাস ভেগাস শহরের বিখ্যাত আলোর গোলক বা স্ফিয়ার-এর ন্যায় তৈরি করা হয় মণ্ডপ। এ বার ভারতীয় সেনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ।

    দেখুন ভিডিয়ো এই লিঙ্কে —

    Theme of Santosh Mitra Square - Durga Puja 2025

    সম্প্রতি সন্তোষ মিত্র স্কোয়ারের থিম নিয়ে চর্চা শুরু হয়েছিল শহরে। থিম ঘোষণা হওয়ার পর কলকাতা পুলিশের তরফে একটি চিঠি নিয়ে আপত্তি তোলা হয়। যদিও, পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ভিড় নিয়ন্ত্রণ এবং সুরক্ষা বিধি নিয়েই চিঠি পাঠানো হয়েছে পুজো কমিটিকে। এর সঙ্গে থিমের কোনও সম্পর্ক নেই।

  • Link to this news (এই সময়)