২৫ হাজার কেজি প্লাস্টিক বর্জ্য তুলে দিল পড়ুয়ারা, পুরস্কৃত করল প্রশাসন
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ‘প্লাস্টিক দাও, পরিবেশ বাঁচাও, নগদ পুরস্কার নাও।’ প্লাস্টিক বিরোধী অভিযানে এমনই স্লোগান বেঁধেছিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে জেলার ২০৯৬টি স্কুল। ২ ও ৩ জুলাই তারা জেলা প্রশাসনের হাতে তুলে দেয় ২৫ হাজার ১০০ কেজি প্লাস্টিক বর্জ্য। পড়ুয়াদের এই উদ্যোগে অভিভূত প্রশাসনের কর্তারা। শুক্রবার ময়নাগুড়িতে জেলা প্রশাসনের তরফে এক অনুষ্ঠানে প্লাস্টিক বিরোধী অভিযানে নজরকাড়া সাফল্যের জন্য স্কুলের পাশাপাশি পড়ুয়াদেরও পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক শমা পারভীন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) রৌণক আগরওয়াল, ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু।
জেলা প্রশাসনের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, পড়ুয়ারা বাড়ি ও নিজের এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে স্কুলে জমা দেবে। কোন পড়ুয়া কত পরিমাণ প্লাস্টিক সংগ্রহ করে আনছে, তার হিসেব রাখবে স্কুল। পরে জেলা প্রশাসনের তরফে প্রতিটি স্কুল থেকে ওই প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে। যে স্কুল সবচেয়ে বেশি পরিমাণ প্লাস্টিক বর্জ্য তুলে দিতে পারবে, তাদের প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে ২০ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় হিসেবে স্কুল পাবে ১০ হাজার ও পাঁচ হাজার টাকা। পাশাপাশি যে তিনজন পড়ুয়া সবচেয়ে বেশি পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তুলে দিতে পারবে, প্রতি ব্লক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে তাদের তিন হাজার, দুই হাজার ও এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৫৫৯ কেজি প্লাস্টিক বর্জ্য তুলে দিয়ে প্রথম পুরস্কার পেয়েছে ময়নাগুড়ি রোড হাইস্কুল। ৪৪৮ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করতে পেরেছে নাগরাকাটার সেন্ট ক্যাপিটানিও গার্লস হাইস্কুল। ২৮০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তৃতীয় পুরস্কার জিতেছে ময়নাগুড়ির নীলকান্ত পাল হাইস্কুল। নিজস্ব চিত্র