টাকা ফেরাননি, বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে ভিডিও ভাইরাল, অস্বীকার
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
সংবাদদাতা, নকশালবাড়ি: ৩০হাজার টাকা নিয়ে ফেরাননি। বিজেপির নকশালবাড়ি মণ্ডল সভাপতি তথা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাধন চক্রবর্তীর নামে এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চোপড়ার কৃষ্ণ রায় নামে এক যুবক ভিডিও ভাইরাল করেছেন। এনিয়ে জোর চর্চা চলছে নকশালবাড়ি ব্লকজুড়ে। ‘বর্তমান’ অবশ্য ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি। বিজেপি নেতা সাধন চক্রবর্তী বলেন, যে ছেলেটি আমার নামে ভিডিও ভাইরাল করেছে সে আমার পাড়া শান্তিনগরের এক মেয়েকে বিয়ে করেছে। এরপর পারিবারিক অশান্তির জেরে বছর দেড়েক আগে সংসার করবে না বলে মেয়েটি বাপেরবাড়ি চলে আসে। মেয়েটি বধূ নির্যাতনের মামলা করেছে ওই যুবকের নামে। আমি বিষয়টিতে হস্তক্ষেপ করেছিলাম। তখন থেকে ছেলেটি আমাকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করছে। এবার আমার নামে মিথ্যা অভিযোগ তুলে ভিডিও ভাইরাল করেছে। এতে আমার সম্মানহানি হচ্ছে। এনিয়ে আমি থানার দ্বারস্থ হব।
এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। নকশালবাড়ি-২ ব্লক সভাপতি তথা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পৃথ্বীশ রায় বলেন, ইদানিং বিজেপির বহু নেতার নামে নানারকম অভিযোগ আসছে। চুরির সোনা কেনার অভিযোগে বিজেপির নকশালবাড়ি মণ্ডলের এক প্রাক্তন সাধারণ সম্পাদক সম্প্রতি গ্রেপ্তার হন। টিয়াপাখি শিকারের অপবাদে ন’বছরের এক কিশোরকে মারধর করার অভিযোগ ওঠে বিজেপির চা শ্রমিক সংগঠনের এক নেতার বিরুদ্ধে। এদিকে পুরো বিষয়টি নিয়ে ওই যুবক ধাপে ধাপে ভিডিও ভাইরাল করেছেন। ওই যুবক বিজেপি নেতার সঙ্গে কথা বলার একটি অডিও ভাইরাল করেছেন। কৃষ্ণ বলেন, ওই বিজেপি নেতা প্রভাব খাটিয়ে এসব করছেন। আমি পুলিসের কাছে যাব।