শিশুকন্যাকে ধর্ষণ-খুনে সাক্ষীদের বয়ান রেকর্ড, খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার তিন
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ২০২৪ সালের ১৫ অক্টোবর জয়গাঁয় এক শিশুকন্যাকে প্রথমে ধর্ষণ ও পরে নৃশংসভবে পুড়িয়ে মারার ঘটনায় পুলিস চারজনকে গ্রেপ্তার করেছিল। শুক্রবার আলিপুরদুয়ার জেলা আদালতে ওই ধর্ষণের ঘটনার বিচারপর্ব চলছিল। অভিযোগ, সেই সময় আদালতে ঢুকে গোপনে সাক্ষীদের বয়ান মোবাইল ফোনে রেকর্ড করছিল ধর্ষণের ঘটনায় ধৃত চার অভিযুক্তের পরিবারের লোকজন। এমনকী সাক্ষীরা জয়গাঁয় ফিরে এলে তারা খুনেরও হুমকি দেয়। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
সাক্ষীদের বয়ান রেকর্ড ও খুনের হুমকির অভিযোগে পুলিস ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চারজনের তিন আত্মীয়কে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, সাক্ষীদের খুন ও বয়ান রেকর্ড করার অভিযোগে আজিমা খাতুন, বাবলু হোসেন ও নুরনাহার বিবি গ্রেপ্তার হয়েছে। ধৃতদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত তিনজনকে শনিবার আদালতে তুলবে পুলিস। আদালতের সরকারপক্ষের আইনজীবী সুহৃদ মজুমদার বলেন, সাক্ষীদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দিয়ে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, সাক্ষীদের হুমকি দেওয়ার নির্দিষ্ট অভিযোগ পেয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ধর্ষণের ঘটনায় শুক্রবার জয়গাঁ থেকে তিনজন আদালতে সাক্ষ্য দিতে আসে। কিন্তু ধর্ষণের ঘটনায় ধৃত অভিযুক্তদের লোকজনের হুমকির ভয়ে দ্বিতীয় পর্বে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পান। পরে তাঁদের বোঝানো হলে শেষ পর্যন্ত তাঁরা সাক্ষ্য দিতে রাজি হন। উল্লেখ্য, শিশুকন্যাটিকে ধর্ষণ ও খুনের ঘটনায় বাবলু মিয়াঁ, মজিবুল ইসলাম, মণির ইসলাম ও জাইদুল ইসলাম নামে ধৃত চারজন এখনও জেলেই আছে।