• বালুরঘাটে আত্রেয়ী খাঁড়িতে ১০ লক্ষে তৈরি হবে বাঁধ ও গার্ডওয়াল
    বর্তমান | ০৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাটের আত্রেয়ী খাঁড়িতে ভাঙন রুখতে উদ্যোগী সেচদপ্তর। বাসিন্দাদের আতঙ্ক কমাতে আত্রেয়ী খাঁড়িতে বাঁধ ও গার্ডওয়াল দিতে চলেছে সংশ্লিষ্ট দপ্তর। সেচদপ্তর সূত্রে খবর, ১০ লক্ষ টাকায় সেখানে বাঁধ দেওয়া হবে। ভাঙন রুখতে বালির বস্তা ও কাঠের পাইলিং করে ওই কলোনি বরাবর বাঁধ দেবে সেচদপ্তর। শুক্রবার এলাকায় আসেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, সেচদপ্তরের বালুরঘাট সদর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অঙ্কুর মিশ্র সহ অন্য আধিকারিকরা। পুরসভার চেয়ারম্যান বলেন, প্রতিবছর বর্ষা এলেই আত্রেয়ী কলোনির মানুষ ভাঙনের আতঙ্কে থাকেন। চলতি বর্ষাতেও আত্রেয়ী খাঁড়ি বরাবর কলোনির একাংশ ভেঙে পড়েছিল। ভাঙন রুখতে আমরা সেচদপ্তরকে চিঠি দিয়েছিলাম। সেচদপ্তর কাজ শুরু করেছে। ১০ লক্ষ টাকা ব্যয়ে ওই কাজ হবে। সেচদপ্তরের এক আধিকারিক বলেন, বালির বস্তা ও শালকাঠ দিয়ে পাইলিং করে গার্ডওয়াল হবে। তারপরেই বাঁধ দেওয়া হবে। প্রায় ১৫০ ফুটজুড়ে এই কাজ হবে। এই কাজের ফলে কলোনিতে আর ভাঙন হবে না।  আত্রেয়ী কলোনির অবস্থান একেবারে আত্রেয়ী নদী ও আত্রেয়ী খাঁড়ির সংযোগস্থলে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর ওই এলাকায় ভাঙন দেখা যায়। বর্ষায় সামান্য জল বাড়লেই এলাকা ছাড়তে হয় পাড়ের বাসিন্দাদের। ভাঙন রুখতে স্থায়ী গার্ডওয়ালের দাবি তুলেছিলেন বাসিন্দারা। সেচ দপ্তর এবার উদ্যোগ নিয়েছে। সোমবার থেকে কাজ চালু হবে বলে সেচদপ্তর সূত্রে খবর।  স্থানীয় বাসিন্দা কালী বাসফোর বলেন, দু’বছর ধরে বর্ষায় আমাদের এলাকায় ভাঙন হচ্ছে। জল বাড়লে আমাদের বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল, বাঁধ ও গার্ডওয়ালের। অবশেষে এই কাজ হচ্ছে। 

     খাঁড়ি পরিদর্শনে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও সেচদপ্তরের আধিকারিকরা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)