• কালিয়াচক-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন, তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে
    বর্তমান | ০৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াচক: শুক্রবার চাপা উত্তেজনার মধ্যদিয়ে সম্পন্ন হল কালিয়াচক-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন। এই নির্বাচন ঘিরে প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদন্দ্ব। ২৩টি ভোট পেয়ে কালিয়াচক-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন তৃণমূলের শামীমা পারভীন। পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৪২টি। তারমধ্যে তৃণমূলের দখলে রয়েছে ২৫টি আসন। বাকি আসনগুলি কংগ্রেস ও মিমের দখলে। পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠন করে তৃণমূল। কিন্তু বছর দুয়েক আগে সমিতির সভাপতি দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ইস্তফা দেন। পরবর্তীতে সভাপতি কে হবেন এনিয়ে তৃণমূলের অন্দরে কোন্দল শুরু হয়। যার জেরে থমকে ছিল সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। বিরোধীরা অভিযোগ করছিল সভাপতি নির্বাচন না হওয়ায় থমকে রয়েছে এলাকার উন্নয়নের কাজ। এদিকে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আলিউল শেখ‌ও কাজ সামলাতে হিমশিম খাচ্ছিলেন। এরপরেই শুক্রবার সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক হয় প্রশাসনের তরফে। 

    তৃণমূলের দুই গোষ্ঠী‌ই এদিন ভোট দিতে আসে। তৃণমূলের ব্লক সভাপতির গোষ্ঠীর বিউটি খাতুনের অভিযোগ, দল থেকে আমার নামই পাঠানো হয়েছিল। কিন্তু প্রশাসন কারও আঙুলি হেলনে আমাদের ভোটদান পর্বের আগেই শামীমা পারভীনের গোষ্ঠীর সকলকে মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়। আমাদের কারোর কাছেই কোনও মোবাইল ছিল না। এরপর ভিতরে পঞ্চায়েত সমিতির কিছু সদস্য এক প্রকার প্রভাব খাটিয়ে সভাপতি হিসেবে শামীমার নামকে প্রস্তাব করেন। আমরা বিরোধিতা করলে আমাদের কোন‌ও কথাই শোনা হয়নি। 

    সদ্য নির্বাচিত হওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শামীমা পারভীন বলেন, আমরা ২৩টি ভোট পেয়েছি। ‌ তার মধ্যে তৃণমূলের ১৯ জন সদস্য এবং ৩ জন কংগ্রেসের এবং একজন মিম সদস্য আমাকে ভোট দিয়েছেন। সহ সভাপতি আলিউল শেখ বলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পদটি মহিলাদের জন্য সংরক্ষিত। দল থেকে দু’জনের নামই পাঠানো হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শামীমা পারভীন সভাপতি নির্বাচিত হয়েছেন। 

    তৃণমূলের কালিয়াচক-১ ব্লক সভাপতি সারিউল শেখ বলেন, আমরা দল থেকে যাঁকে সভাপতির জন্য নির্বাচন করেছিলাম তাঁকে সভাপতি করা হয়নি। ওখানে গিয়ে অন্য আরেক জনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেছেন পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্য। কেউ বা কারা প্রভাব খাটিয়ে এটা করেছেন। এটি সম্পূর্ণ দলবিরোধী কাজ। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানাব। 
  • Link to this news (বর্তমান)