কোটি টাকার রাস্তার কাজে অনিয়ম বিডিও অফিসে বিক্ষোভ কিষান কংগ্রেসের
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
সংবাদদাতা, বাগডোগরা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ২ কোটি ৬৯ লক্ষ টাকার রাস্তার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বিডিও’কে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা কিষান কংগ্রেস কমিটি। শুক্রবার কাজ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগে মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। তাঁদের অভিযোগ, শিবমন্দির বাজার সংলগ্ন রেললাইন থেকে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম সহ ইন্দিরাপল্লি কালভার্ট ও লচকা নদীর কালভার্ট থেকে গজেন সিং মোড় পর্যন্ত ২ কোটি ৬৯ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক তহবিলে পেভার ব্লকের রাস্তা হচ্ছে। সেই কাজ অত্যন্ত নিম্নমানের করা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, কাজের নিয়ম অনুযায়ী পুরনো রাস্তা ভেঙে ধুলোবালি সরিয়ে কাজ করার কথা থাকলেও তা করা হচ্ছে না।
দার্জিলিং জেলা কিষান কংগ্রেস কমিটির চেয়ারম্যান বাবলু সরকার বলেন, কোটি টাকার এই রাস্তার কাজে একাধিক অনিয়ম চোখে পড়েছে। পানীয় জল ও গ্যাসের পাইপ লাইনের কাজ শেষ না হতেই রাস্তা তৈরির কাজ চলছে। এতে পুনরায় রাস্তা ভেঙে পাইপ বসানো হবে। তাতে রাস্তা বেহাল হয়ে পড়বে। এই কাজের অনিয়মের পিছনে দুর্নীতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এনিয়ে সাতদফা দাবিতে স্মারকলিপি বিডিও’কে দেওয়া হয়েছে।
অপরদিকে, মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস বলেন, ওই স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাব। কাজের দেখাশোনা এনবিডিডি করছে। রাস্তার কাজ নিয়ে যে অনিয়মের অভিযোগ করা হয়েছে সেই বিষয়ে এনবিডিডি’র সঙ্গে কথা বলব। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের মাটিগাড়া ব্লক সভাপতি সুব্রত কুণ্ডু, অভিরাজ সুব্বা, সমীরণ ঘোষ সহ অন্যরা।