• সাহাপুরে নিকাশি সমস্যা আজও মেটেনি, পূর্তদপ্তরের সঙ্গে সাক্ষাৎ করবে পঞ্চায়েত কর্তৃপক্ষ
    বর্তমান | ০৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে নিকাশির সমস্যা আজও মেটেনি। সেজন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ পূর্তদপ্তরের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে নিকাশি সমস্যার বিষয়ে তুলে ধরা হবে বলে গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। 

    সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাস বলেন, ওই এলাকায় হাঁটু জল জমে থাকছে। বেহাল অবস্থা। জমা জল বের করতে মাস্টারপ্ল্যান খুবই দরকার। রাস্তার পাশ দিয়ে একটি নিকাশিনালা বের করে নদীর ধারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এটা পূর্তদপ্তর ছাড়া করা সম্ভব নয়। আমরা ওই দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করব।  জল বের করার জন্য পূর্তদপ্তর কী ভেবে রেখেছে, সেটাও আমরা জানব। দ্রুত ওই দপ্তরের গিয়ে বিষয়গুলি আলোচনা করব। 

    বাসিন্দাদের অভিযোগ, একটু বৃষ্টি হলেই সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নালাগোলা রাজ্য সড়কের হাইস্কুল মোড়, সেতু মোড় সহ বিভিন্ন এলাকায় জল জমে থাকছে। সুষ্ঠু নিকাশি না থাকার ফলে ওই জল সেখানেই জমে থাকে। কয়েক দিন জমা জল সড়কের উপরই দাঁড়িয়ে থাকে। এতে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংকীর্ণ হয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকছে না। বর্ষায় এলাকার মানুষের ভোগান্তি বেড়ে যায়। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ সরব হয়েছে। তাঁরা দ্রুত সুষ্ঠু নিকাশির ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন। 

    সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের চন্দন সিংহ বলেন, ওই মোড় গুরুত্বপূর্ণ। হাইস্কুল, বাজার, পঞ্চায়েত অফিস যেতে ওই এলাকা সকলেই ব্যবহার করেন। বিশেষ করে পড়ুয়াদের যাতায়াতে সুবিধা হয়। পঞ্চায়েতের ফান্ডে অনেক অর্থ রয়েছে। আমরা এর আগে একাধিকবার বলেছিলাম কাজের কাজ কিছুই হয়নি। গ্রাম পঞ্চায়েতের সদিচ্ছার অভাবে কাজটা হচ্ছে না। দ্রুত সুষ্ঠু নিকাশি ব্যবস্থা করা দরকার। পূর্ত দপ্তরের পুরাতন মালদহের নালাগোলা রাজ্য সড়কের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরদীপ সাহা বলেন, ওই এলাকায় ৩ কিলোমিটারের বেশি নিকাশিনালা তৈরির পরিকল্পনা রয়েছে আমাদের। প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন এলে কাজ হবে।  নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)