• টয় ট্রেনের জন্মদিনেও উপেক্ষিত রইল শিলিগুড়ি টাউন স্টেশন, পাহাড়ে লাইনের উপর ভাঙল গার্ডওয়াল
    বর্তমান | ০৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: জন্মস্থানকে  অন্ধকারে রেখে হেরিটেজ টয় ট্রেনের জন্মদিন পালন করায় বিতর্কে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর। অন্যদিকে, জন্মদিনে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রেহাই পেল হেরিটেজ টয় ট্রেন। বৃহস্পতিবার দার্জিলিংয়ের জোড়বাংলোর সামনে একটি ট্রাকের ধাক্কায় গার্ডওয়াল ভেঙে টয় ট্রেনের লাইনের উপর এসে পড়ে। তখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছুটছিল পর্যটকঠাসা একটি টয় ট্রেন। ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, চালকের তৎপরতায় টয় ট্রেনকে  সময়মতো নিরাপদ দূরত্বে থামানো সম্ভব হয়। পরে ডিএইচআরের কর্মীরা লাইনের উপর থেকে গার্ডওয়াল সরিয়ে ট্রয় ট্রেন চলাচল স্বাভাবিক করেন। 

    এদিকে, ১৮৮১ সালের ৪জুলাই শিলিগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত পথচলা শুরু করেছিল টয় ট্রেন। ডিএইচআর এবারই প্রথম টয় ট্রেনের জন্মদিন পালন করল। শিলিগুড়ি টাউন স্টেশনকে ছেড়ে সুকনা স্টেশনে এদিন অনুষ্ঠানের আয়োজন করায়  বিতর্ক দেখা দিয়েছে। শিলিগুড়ির প্রবীণ নাগরিকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ঐতিহাসিক শিলিগুড়ি টাউন স্টেশনকে অবহেলায় ফেলে রাখা হয়েছে। টয় ট্রেনের প্ল্যাটফর্ম ও পুরনো বিল্ডিং ভবঘুরেদের আস্তানা হয়ে উঠেছে। দুষ্কৃতী ও নেশাখোরদের আড্ডাস্থল। অমূল্য ইতিহাসের সাক্ষী বহন করা শিলিগুড়ি টাউন স্টেশন অযত্ন, অবহেলায় ভগ্নপ্রায়। স্টেশন চত্বর আগাছা, জঙ্গলে ভরে গিয়েছে। লাইনের ধার দিয়ে দোকানপাট গজিয়ে উঠেছে। 

    ঐতিহাসিক স্মৃতিবিজড়িত শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ ঘোষণার দাবিতে বিভিন্ন সময়ে একাধিক সংগঠন আন্দোলন করেছে। এই স্টেশনকে বাঁচিয়ে তোলার জন্য মিউজিয়াম তৈরির প্রস্তাবও রেল বোর্ডের কাছে রাখা হয়েছিল। ইতিহাস ভুলে টাউন স্টেশনকে বাদ দিয়ে টয় ট্রেনের জন্মদিন পালন করায় হতাশ ডিএইচআর সাপোর্ট গ্রুপ। সংগঠনের সম্পাদক রাজ বসু বলেন, টাউন স্টেশনকে জনপ্রিয় করে তোলার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঐতিহাসিক স্মৃতি ধরে রেখে এই স্টেশনকে সুন্দর করে সাজিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব আমরা রেলের কাছে রেখেছি। সেই প্রেক্ষাপটে এদিন টয় ট্রেনের জন্মদিন শিলিগুড়ি টাউন স্টেশনে না করাটা হতাশজনক। ডিএইচআরের ডিরেক্টরকে এব্যাপারে আগাম জানিয়েছিলাম। তিনি কথা দিয়েছেন ভবিষ্যতে শিলিগুড়ি টাউন স্টেশনকে গুরুত্বপূর্ণ করে তুলতে ডিএইচআর প্রয়োজনীয় পদক্ষেপ করবে। সুকনার স্টেশন ম্যানেজার পবন মালাকার বলেন, সুকনা এখন টয় ট্রেনের ওরিজিনেট স্টেশন। সেই হিসেবে এদিন এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  • Link to this news (বর্তমান)