• আশাপুর চা বাগানে জয় জোহার স্কুল চালু, সুস্বাস্থ্যকেন্দ্র হবে বেঙ্গাইজোতে
    বর্তমান | ০৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার নকশালবাড়িতে প্রশাসনিক রিভিউ বৈঠক করলেন দার্জিলিংয়ের জেলাশাসক। বৈঠকে ব্লকের উন্নয়ন, পানীয় শিক্ষা ও স্বাস্থ্যর মতো পরিষেবা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে আশাপুর চা বাগানে জয় জোহার স্কুলের দ্বারদ্ঘাটন করা হয়। চা বাগানের পড়ুয়াদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বেসরকারি সংস্থা ও সরকারি সহযোগিতায় এই স্কুল চালু করা হল। তাতে একজন অস্থায়ী শিক্ষক পড়াবেন। কর্মসূচিতে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল। 

    জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, শিল্পপতি সঞ্জয় টিবরেওয়াল বছর খানেক আগে চা বাগান এলাকায় সন্ধ্যাকালীন স্কুল গড়ার উদ্যোগ নিয়েছিলেন। যাতে পড়ুয়ারা স্থানীয় ভাষায় পঠনপাঠন করতে পারে। এজন্য স্থানীয় শিক্ষক নিয়োগ করে পঠনপাঠন করানো হচ্ছে। তৃণমূলের জেলা চেয়ারম্যান বলেন, রাজ্যজুড়ে ২৫টি জয় জোহার স্কুল খোলা হয়েছে। তাতে দার্জিলিং জেলায় এনিয়ে চারটি স্কুল চালু হল। 

    অনুষ্ঠান শেষে নকশালবাড়ির বেঙ্গাইজোতে সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস কর্মসূচিতে যোগ দেন তাঁরা। ওই এলাকায় পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দে প্রায় ৬৪ লক্ষ টাকায় সুস্বাস্থ্য কেন্দ্রে গড়া হবে। এনিয়ে জেলাশাসক বলেন, সুস্বাস্থ্য কেন্দ্রে এএনএম, আশা, সিএইচও সহ টেলিমেডিসেনের সুবিধা পাবেন রোগীরা। 

    এসব কর্মসূচির আগে নকশালবাড়ি বিডিও অফিসে প্রশাসনিকস্তরের বৈঠক করা হয়। সেখানে জেলাশাসকের পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সিএমওএইচ ডাঃ তুলসী প্রামাণিক, পরিষদের এইও নির্মাল্য ঘরামি, শিলিগুড়ির মহকুমা শাসক অবধ সিংহল, নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ উপস্থিত ছিলেন। পরে আধিকারিক ও জনপ্রতিধিরা কর্মসূচিগুলিতে যোগ দেন। 

    প্রসঙ্গত, ফান্ডের অভাবে জেলায় একাধিক সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের কাজ আটকে যায়। যদিও সেই সমস্ত কাজ ফের চালু হয়েছে বলে দাবি জেলাশাসকের।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)