স্বল্প সুদে ঋণ পাচ্ছেন ডালের বড়ি, আচার তৈরি করা ২৩ জন মহিলা
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরে মহিলাদের একাংশ নিজেদের বাড়িতেই তৈরি করেন ডালের বড়ি ও আচার। কেউ পাঁপড়, মোয়া, মুড়ি, ছাতু সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করেন। সেগুলি তাঁরা প্যাকেটজাত করে বাইরে বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন। স্বল্প সুদে ঋণ দিয়ে তাঁদের পাশে দাঁড়াল পুরাতন মালদহ পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দীনদয়াল অন্ত্যোদয় যোজনা স্কিমের মাধ্যমে শহরের স্বনির্ভর গোষ্ঠীর ২৩ জন মহিলাকে মাথাপিছু ৪০ হাজার টাকা করে ২ শতাংশ বার্ষিক সুদে ঋণ দেওয়া হচ্ছে। ওই ঋণের অনুমোদন হয়ে গিয়েছে। চলতি মাসের মধ্যেই নির্দিষ্ট মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম পর্যায়ের ২০ হাজার টাকা দিয়ে দেওয়া হবে। নিয়ম অনুয়ায়ী ২০ হাজার টাকা শোধ করলে, আবারও তাঁরা দ্বিতীয় পর্যায়ের ২০ হাজার টাকা ঋণ পাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুক্রবার ঋণের অনুমোদন পাওয়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে পুরসভায় বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা, শ্যাম মণ্ডল সহ অন্যরা।
পুরসভার সিটি মিশন ম্যানেজার তথা প্রকল্পের নোডাল অফিসার সান্ত্বনা বন্দ্যোপাধ্যায় বলেন, শহরের অনেক মহিলা বাড়িতে বসেই আচার, পাঁপড় সহ বিভিন্ন কিছু তৈরি করে স্বনির্ভর হচ্ছেন। তাঁদের পাশে দাঁড়াতে ঋণ দেওয়া হচ্ছে। আমরা ৮৬ জন মহিলাকে ঋণ দেওয়ার প্রস্তাব পাঠিয়েছিলাম। তবে ২৩ জনের অনুমোদন এসেছে। অনুমোদন পাওয়া মহিলাদের ৪০ হাজার টাকা করে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। ওই টাকা দিয়ে তাঁরা ওজন মেশিন সহ বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র, দ্রব্য কিনে এগিয়ে যেতে পারবেন। আগামী দিনে আরও অনুমোদন পাওয়া যাবে বলে আমরা আশা করছি। পুরসভার কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা বলেন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়াতে এটা রাজ্য সরকারের মানবিক উদ্যোগ। তাঁরা বাড়িতে থেকে বিভিন্ন কিছু বানিয়ে ক্ষুদ্র ব্যবসা করে এগিয়ে যেতে পারবেন।
ঋণের অনুমোদন পেয়েছেন বাচামারির মহিলা রীতা দত্ত। তিনি বলেন, আমি পাঁচ বছর ধরে বাড়িতেই কেক, চকোলেট, আচার বানানোর কাজ করি। এরপর বিভিন্ন জায়গা থেকে অর্ডার নিয়ে আসি। সেই অনুয়ায়ী হোম ডেলিভারি দিয়ে থাকি। ৪০ হাজার টাকা স্বল্প সুদে ঋণের অনুমোদন পেয়েছি। খুব ভালো লাগছে। এদিন পুরসভা থেকে ডেকেছিল। তাঁরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন। সঠিক কাজে লাগাতে হবে। ঋণের অনুমোদন পাওয়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে পুরসভায় বৈঠক।-নিজস্ব চিত্র