হাউস ফর অল প্রকল্পে এসেছে ৪ কোটি শীঘ্রই টাকা পাবেন উপভোক্তারা
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
সংবাদদাতা, ইসলামপুর: হাউস ফর অল প্রকল্পে ইসলামপুর পুরসভায় চার কোটির ফান্ড এসেছে। প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠাবে পুর কর্তৃপক্ষ। তা নিয়ে প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে। টাকা ছাড়ার আগে পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল উপভোক্তাদের বাড়ি নির্মাণ কাজের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। কে কয়টি কিস্তি পেয়েছেন এবং এবার কত টাকা দেওয়া হচ্ছে, তা তিনি উপভোক্তাদের জানিয়ে দিচ্ছেন। শুক্রবার চেয়ারম্যানের অফিসের সামনে উপভোক্তাদের লম্বা লাইন ছিল। টাকা পাচ্ছেন বলে উপভোক্তাদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়েছে।
পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, চার কোটি টাকা এসেছে। ৬০০ জন উপভোক্তাকে এই টাকা দেওয়া হবে। কেউ প্রথম কিস্তি, কেউ দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। যে সমস্ত উপভোক্তাদের জিও ট্যাগিং হয়ে গিয়েছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু-একদিনের মধ্যেই প্রকল্পের টাকা দেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষের উপভোক্তাদের প্রকল্পের অর্থ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে কোভিডের সময় যে সমস্ত উপভোক্তা টাকা পেয়েও নির্মাণকাজ শুরু করতে পারেননি, পরে শুরু করেছেন, তাঁদেরকেও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। প্রকল্প সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে ঘর তৈরির জন্য রাজ্য সরকার দেবে ১ লক্ষ ৯৩ হাজার টাকা ও কেন্দ্র সরকার দেবে দেড় লক্ষ টাকা এবং উপভোক্তা নিজে ২৫ হাজার টাকা দেবেন। মোট ৩ লক্ষ ৬৮ হাজার টাকার বিনিময়ে পাকা ঘর নির্মাণ হবে। কত কিস্তিতে টাকা দেওয়া হবে তা ঠিক করে পুরসভা কর্তৃপক্ষ। উপভোক্তা বিচিত্র বিশ্বাস ও সুকুমার চক্রবর্তী বলেন, এবার দ্বিতীয় কিস্তির টাকা পাব, তাই খুশি। হাউস ফর অল প্রকল্পে উপভোক্তাদের তথ্য যাচাই করছেন পুর চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল।-নিজস্ব চিত্র