শোরুম থেকে টোটো বিক্রির সময়েই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ধূপগুড়িতে
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
সংবাদদাতা, ধূপগুড়ি: যাত্রী অনুপাতে টোটোর সংখ্যা অধিক! সেই টোটোর দাপটে প্রতিনিয়ত যানজট। এক ব্যক্তি একাধিক টোটো কিনে অন্য চালককে দিয়ে ভাড়া খাটাচ্ছেন। অথচ এখনও পর্যন্ত টোটোচালকদের পরিচয়পত্র দিতে পারেনি গ্রাম পঞ্চায়েত সহ পুরসভা। এবার তাই টোটোয় লাগাম লাগাতে চাইছে প্রশাসন। পাশাপাশি টোটো বিক্রি করলে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলে স্থির হয়েছে।
শুক্রবার ধূপগুড়ির বিডিও অফিসের জলঢাকা ভবনে টোটোমালিক ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন ধূপগুড়ি মহকুমা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পাদোলমা লেপচা, মহকুমা পুলিস আধিকারিক গেইলসেন লেপচা, ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান, পুর বোর্ড ও আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিকরা। একজন ব্যক্তির নামে একটিই টোটো থাকতে পারবে, সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন।
ধূপগুড়ি মহকুমায় কয়েক হাজার টোটো চলে। অধিকাংশ টোটোচালকের পরিচয়পত্র নেই। ফলে কোনও চালক যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে তাকে চিহ্নিত করা পুলিস প্রশাসনের পক্ষে মুশকিল হয়ে পড়ে। এর আগে ট্রাফিক পুলিসের তরফে টোটো চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু টোটো ইউনিয়ন তাদের নিজস্ব পরিচয়পত্র দেওয়ায় সেই প্রক্রিয়াও সম্পূর্ণ করা হয়নি। এছাড়াও নির্দিষ্ট রুট মেনে চলে না কোনও চালক। ফলে ধূপগুড়ি শহরে প্রতিনিয়ত যানজট লেগে থাকে।
বৈঠক শেষে মহকুমা শাসক বলেন, জেলা প্রশাসনের নির্দেশে বৈঠক করা হল। বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে। শোরুম থেকে টোটো বের করার সময় টোটোর রেজিস্ট্রেশন করে দিতে হবে। চালকদের পরিচয়পত্রের বিষয়টি দেখা হচ্ছে। নিজস্ব চিত্র