• বহরমপুরে পৃথক দুই দুর্ঘটনায় মৃত্যু দুজনের
    বর্তমান | ০৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বহরমপুর: ছাদ ঢালাই করার সময় মশলা ভর্তি লিফট ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে জিয়াগঞ্জ থানার সাধিকাবাগে। সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই শ্রমিকের মৃত্যু হয়। মৃতের নাম গৌরাঙ্গ মণ্ডল (২৩)। বাড়ি জিয়াগঞ্জ থানা এলাকার গণেশপুরে। অসতর্কতায় লিফট সহ নীচে পড়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিস। ছাদ ঢালাইয়ের জন্য লিফটের মাধ্যমে মশলা তোলা হচ্ছিল। লিফটি মৃত গৌরাঙ্গ মণ্ডলের বাবা পরীক্ষিত মণ্ডলের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫ কুইন্টাল মশলা নিয়ে লিফটি উপরে ওঠার সময় মাঝ পথে আটকে যায়। নীচে এক শ্রমিককে ব্রেক ধরতে বলে গৌরাঙ্গবাবু উপরে উঠে যান। উপরে উঠে কাজ করার সময় আচমকা লিফট সহ তিনি নীচে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জিয়াগঞ্জ হাসপাতালে আনা হলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। মৃতের কাকা বামফ্রন্ট মণ্ডল বলেন, ভাইপোকে আমি উপরে উঠতে বারণ করেছিলাম। কিন্তু আমার বারণ শোনেনি। লিফটের ব্রেক কেটে হুড়মুড়িয়ে পড়ে যায়।   

    মোটরবাইকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের: সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। গুরুতর জখম হয়েছেন বাইক চালক। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বহরমপুর রামনগর ঘাট রাজ্য সড়কের উপর শক্তিপুর থানার কাছে। চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে শুক্রবার সকাল ৫টা নাগাদ মৃত্যু হয়। মৃতের নাম কাবিল শেখ (৬০)। বাড়ি শক্তিপুর ছুতোরপাড়া। ঘাতক বাইকটি আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।

    স্থানীয় সূত্রে খবর, কাবিল শেখ চা খেয়ে সাইকেল ঠেলে রাস্তা পার হচ্ছিলেন। সেইসময় রামনগরের দিক থেকে আসা বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মেরে নিজেও পড়ে যান। দুজনকেই উদ্ধার করে শক্তিপুর হাসপাতালে আনা হলে কাবিল শেখকে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। মৃতের আত্মীয় মেহের আলি বলেন, বাইক চালক বেপরোয়া গতিতে আসছিল। চালকের গতির বলি হলেন কাকা।
  • Link to this news (বর্তমান)