প্রার্থী হিসেবে কাকে চাইছেন মানুষ বুঝতে পুরুলিয়ায় তৃণমূলের প্রতিনিধি দল
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বছর পার হলেই বিধানসভা নির্বাচন। তার আগে জনমত বুঝতে রাজ্য তৃণমূলের তরফে একটি প্রতিনিধি দল পুরুলিয়ায় এসেছে। ওই প্রতিনিধি দলটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে এসেছে বলে সূত্রের খবর। দলটি জেলার বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে সংগঠনের কোথায় কী খামতি রয়েছে তা বোঝার চেষ্টা করছে। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মানুষ কাকে চাইছে সেই রিপোর্টও সংগ্রহ করছে দলটি।
২০১৮ সালের পঞ্চায়েতে নির্বাচনের সময় থেকেই পুরুলিয়ায় বিজেপির উত্থান হতে শুরু করে। পঞ্চায়েত এবং পুরসভাগুলি তৃণমূল নিজেদের দখলে রাখলেও পুরুলিয়া লোকসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। গত বিধানসভা নির্বাচনেও জেলার ন’টি আসনের মধ্যে সাতটিতে হেরেছে তৃণমূল। এই পরিস্থিতিতে ফের দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। হাতে মাত্র কয়েক মাস বাকি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের। তাই রাজ্য নেতৃত্বের তরফে পাঠানো ওই প্রতিনিধি দলটি পুরুলিয়া জেলা তৃণমূলের হাঁড়ির খবর নিতে শুরু করেছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আগামী দিনে শহর ও ব্লক সভাপতিদের পরিবর্তন করা হবে। আগামী বিধানসভা নির্বাচনে দলের টিকিট পাওয়ার ক্ষেত্রে কোন নেতার পাল্লা ভারী, তা ঠিক করে দেবে এই রিপোর্টই।
তৃণমূল সূত্রের খবর, প্রতিনিধি দলটি জেলার প্রায় সমস্ত ব্লক এবং শহরের তৃণমূল নেতাদের সঙ্গে এনিয়ে বৈঠকও করেছে। শহর এবং ব্লকের সাংগঠনিক দায়িত্বে যাঁরা আছেন তাঁরা ঠিকমতো দল পরিচালন করতে পারছেন কি না সেই খবর নিচ্ছে প্রতিনিধি দলটি। কেউ কি কোনও পরিবর্তন চাইছেন? চাইলেও বিকল্প মুখ কে? সেই খবরও নিচ্ছে তারা। নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলছেন প্রতিনিধি দলের সদস্যরা। আগামী বিধানসভা নির্বাচনে কাকে প্রার্থী করা হবে সেব্যাপারেও নেতাদের মতামত নিচ্ছে তারা।
এব্যাপারে নেতাদের কেউ অবশ্য কিছু বলতে চাইছেন না। জেলার এক পদস্থ নেতা বলেন, মূলত চারটি বিষয় জানতে চাওয়া হচ্ছে। এক, সাংগঠনিক। অর্থাৎ সংগঠন কেমন চলছে। সভাপতিদের ভূমিকা কেমন? পরিবর্তন করা উচিত কি না। দুই, আগামী বিধানসভার প্রার্থী হিসাবে সবাই কাকে চাইছে। তিন, যাঁরা বিভিন্ন সময় দলীয় নেতৃত্বের বিরোধিতা করছেন, গোষ্ঠীকোন্দল করছেন তাঁরা কেন করছেন। চার, হেরে যাওয়া বিধানসভাগুলি পুনরুদ্ধার কীভাবে হবে? শহরের এক পদস্থ নেতা বলেন, গত দু’টি নির্বাচনে আমরা পুরুলিয়া বিধানসভায় হেরেছি। তাই এবারের বৈঠকে যখন প্রার্থীর ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল সবাই দাবি জানিয়েছে যে পুরুলিয়া বিধানসভা থেকেই প্রার্থী করা হোক।
রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলি দলকে অস্বস্তিতে ফেলেছে। সেব্যাপারে মানুষের পালস্ বোঝার চেষ্টা করছে ওই দলটি। যদিও এনিয়ে বিজেপির জেলা সহ সভাপতি গৌতম রায় বলেন, যতই জনমত সংগ্রহ করুক না কেন, আগামী বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে জেতানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই এসব করে কোনও কাজ হবে না।