• ৯ কোটি টাকার কাজের প্রস্তাব রাজ্যে পাঠাচ্ছে বাঁকুড়া পুরসভা
    বর্তমান | ০৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পথশ্রী প্রকল্পে বাঁকুড়া শহরে রাস্তা তৈরির জন্য প্রায় ন’কোটি টাকার প্রস্তাব রাজ্যে পাঠাচ্ছে পুরসভা। এবার থেকে গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ করা যাবে বলে পুরকর্তৃপক্ষ জানিয়েছে। পুরসভা ও সংলগ্ন গ্রামীণ এলাকার মধ্যে লিঙ্ক রয়েছে এমন রাস্তাগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাব চূড়ান্ত করতে শুক্রবার বাঁকুড়া শহরের পাটপুর এলাকায় পুরসভা নিয়ন্ত্রণাধীন একটি লজে বৈঠক হয়। সেখানে বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার, ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ, পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বাঁকুড়া-১ ও ২ ব্লকের নির্বাচিত জনপ্রতিনিধিরাও যোগ দেন। 

    চেয়ারম্যান বলেন, এতদিন পথশ্রী প্রকল্পে গ্রামীণ এলাকায় রাস্তা তৈরি হতো। এবার থেকে শহরেও ওই প্রকল্পে অর্থ বরাদ্দ করা হবে। তারজন্য আমরা ৮.৯ কোটি টাকার ডিপিআর তৈরি করেছি। ওই টাকায় ৫৫টি রাস্তা নির্মাণ হবে। মোট ৩৯.৪৪ কিলোমিটার রাস্তা তৈরি হবে। এদিন পুরসভার কাউন্সিলারদের পাশাপাশি শহর লাগোয়া দু’টি ব্লকের জনপ্রতিনিধিদের সঙ্গে আমরা বৈঠক করি। সেখানে রাস্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শহরের রাস্তা পথশ্রীর আওতায় আনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্সিলাররা ধন্যবাদ জানিয়েছেন।

    ভাইস চেয়ারম্যান বলেন, শহরের সীমানায় থাকা ওয়ার্ডের বহু রাস্তা লাগোয়া পঞ্চায়েতের সঙ্গে মিশেছে। ওইসব রাস্তায় দুই এলাকার বাসিন্দারা যাতায়াত করেন। ফলে আমাদের এলাকা পর্যন্ত রাস্তা নির্মাণ বা সংস্কার করলেও কাজ অসমাপ্ত থেকে যাবে। সেকারণে লাগোয়া দু’টি ব্লকের জনপ্রতিনিধিদের নিয়ে আমরা এদিন বৈঠক করেছি। সেখানে কাউন্সিলার ও পঞ্চায়েতের সদস্যরা আলোচনা করে রাস্তার তালিকা তৈরি করেন। তার ভিত্তিতে আমরা ডিপিআর তৈরি করছি। একইভাবে পঞ্চায়েতগুলিও সামঞ্জস্য রেখে কাজ শুরু করবে। 

    উল্লেখ্য, বিভিন্ন কারণে বর্তমানে বাঁকুড়া শহরের রাস্তাঘাট ভেঙেচুরে গিয়েছে। পিচের পাশাপাশি ঢালাই রাস্তা থেকেও পাথর, সিমেন্ট উঠে গিয়ে বেহাল হয়ে পড়েছে। গ্যাস ও পানীয় জলের পাইপলা‌ইন বসানোর জন্যও রাস্তা কাটা হচ্ছে। পরে তা মেরামত করা হচ্ছে না। তারফলে বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে। বর্ষার বৃষ্টিতে রাস্তার মান আরও খারাপ হচ্ছে। রাস্তার মাঝে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ওইসব গর্তে পড়ে সাইকেল ও বাইক আরোহীরা জখম হচ্ছেন। খোদ চেয়ারম্যানের ওয়ার্ডেও রাস্তার অবস্থা খারাপ। জুনবেদিয়া বাইপাস সংলগ্ন ওই ওয়ার্ডে জমি হাঙরদেরও দাপট রয়েছে। জমি মাফিয়ারা রাস্তার পাশে একাধিক ফাঁকা প্লট ফেলে রেখেছে। সেখানে জল জমছে। তারফলে রাস্তার নীচের অংশের মাটি নরম হয়ে বিপত্তি হচ্ছে। যানবাহনের চাপে জায়গায় জায়গায় রাস্তা বসে যাচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে নিকাশি নালার কাজ করার জন্যও রাস্তা কাটা হচ্ছে। পরে তা ওই অবস্থায় ফেলে রেখে ঠিকাদাররা চলে যাচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। তারফলে স্থানীয়দের সমস্যায় পড়তে হচ্ছে।
  • Link to this news (বর্তমান)