• গঙ্গাপাড়ে সাধুর ভেকধারী দুই মাদক কারবারি গ্রেপ্তার
    বর্তমান | ০৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধুর ভেক ধরে শহরে রমরমিয়ে মাদকের কারবার চালাচ্ছিল দুই পাচারকারী। সোর্স মারফত সেই তথ্য পৌঁছে যায় লালবাজারের নারকোটিক সেলের গোয়েন্দাদের কাছে। এরপর বৃহস্পতিবার সাদা পোশাকে গোয়েন্দারা হানা দেন উত্তর কলকাতার শোভাবাজার ফেরিঘাটে। সেখান থেকেই সাধুর ভেকধারী দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। ধৃতরা হল শিবশঙ্কর ওঝা ও অর্পণ মল্লিক। প্রথমজনের বাড়ি বউবাজারে, দ্বিতীয়জন থাকে বড়বাজারে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ১১ লক্ষ টাকার চরস। বাজেয়াপ্ত হওয়া চরসের ওজন ৫৫০ গ্রাম। শুক্রবার ধৃতদের কলকাতার নগর দায়রার বিশেষ আদালতের বিচারক রোহন সিনহার এজলাসে তোলা হলে বিচারক ১০ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। বিচারভবনের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু ধৃতদের জামিনের আর্জি খারিজের দাবি জানান। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, মাদক পাচারের পিছনে একটি চক্র কাজ করছে, তাদের পাকড়াও করতে হলে ধৃতদের জামিন দেওয়া ঠিক হবে না। পাশাপাশি এই দুই অভিযুক্ত গঙ্গার কোন কোন ঘাটে সাধুর বেশ ধরে মাদকের কারবার চালাচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ ধৃতদের তরফে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। বিচারক মামলার কেস‑ডায়েরি পর্যবেক্ষণ করে অভিযুক্তদের জামিনের আর্জি নাকচ করে দেন।
  • Link to this news (বর্তমান)