• নারকেলডাঙা হত্যা মামলা: আদালতে ভর্ৎসিত সিবিআই
    বর্তমান | ০৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যা মামলায় শুক্রবার সিবিআইয়ের ভূমিকার তীব্র অসন্তোষ প্রকাশ করল আদালত। এই মামলায় দ্বিতীয় দফার চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ ১৮ জনের বিরুদ্ধে সমন জারি সংক্রান্ত বিষয়ে এদিন সিবিআইয়ের তরফে কিছুটা সময় চাওয়া হয়। তাতেই বিচারভবনের বিচারক রোহন সিনহা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত সময় দেওয়া সম্ভব নয়। আপনারা কি নথি পেয়েছেন, কাজটা দ্রুত করুন। এরপরই বিচারক এই মামলায় দ্বিতীয় দফার চার্জশিটে থাকা ১৮ জন অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করে তাঁদের ১৮ জুলাই বিচারভবনের বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালত সূত্রের খবর, সমনের সঙ্গে চার্জশিটের কপিও সরবরাহের কথা। যাতে অভিযুক্তরা একই সঙ্গে দুটোই পান। এখন দেখার বিষয়, আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সিবিআই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে কি না।    

    আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় প্রথম চার্জশিটে সিবিআই ২০ জনকে অভিযুক্ত করে। তারমধ্যে এখনও পর্যন্ত ১৫ জন গ্রেপ্তার হয়েছে। বাকি পাঁচজন পলাতক। তাঁদের বিরুদ্ধে আদালত ইতিমধ্যে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইতিমধ্যে নিহত বিজেপি কর্মীর মায়ের সাক্ষ্য একপ্রস্থ শেষ হয়েছে। শুক্রবার এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা ছিল মৃত যুবকের দাদা বিশ্বজিৎ সরকারের। তা এদিন স্থগিত থাকে। সব মিলিয়ে মামলার বিচার চলাকালে ফের নতুন করে দ্বিতীয় দফায় ১৮ জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দেওয়ায় মূল মামলার বিচার প্রক্রিয়া কবে শুরু হবে, সেটাই এখন প্রশ্ন আইনজীবী মহলে।
  • Link to this news (বর্তমান)