দুর্ঘটনা এড়াতে শহরের গাছের স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ মেয়রের
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে গাছের স্বাস্থ্যপরীক্ষা করবে পুরসভা। কোন গাছ কী অবস্থায় রয়েছে, মাটি থেকে শিকড় আলগা হয়ে রয়েছে কি না, পোকা ধরে কাণ্ড ক্ষয়ে গিয়েছে কি না—স্বাস্থ্যপরীক্ষায় এসব খতিয়ে দেখা হবে। এমনই নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি হাওড়া পুরসভা কার্যালয় চত্বরে একটি গাছ পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তার আগে রবীন্দ্র সরোবরে ভরদুপুরে গাছের ছায়ায় শুয়ে থাকা এক ব্যক্তির উপর গাছ পড়ে মৃত্যু হয় তাঁর। এই পরিস্থিতিতে শহরের বিভিন্ন রাস্তা ও উদ্যানের পাশাপাশি রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে গাছের স্বাস্থ্যপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ।
পুরসভা সূত্রে খবর, মাঝারি ও বড় মিলিয়ে কলকাতায় প্রায় আড়াই লক্ষ গাছ রয়েছে। সব গাছেরই স্বাস্থ্যপরীক্ষা করতে বলেছেন মেয়র। তাঁর কথায়, ‘অনেক জায়গাতেই গাছের গোড়া মাটি থেকে আলগা হয়ে রয়েছে। হেলেও রয়েছে কিছু কিছু গাছ। ঝড়-বৃষ্টির সময় সেগুলি ভেঙে পড়ে বিপদ হতে পারে। তাই উদ্যান বিভাগকে সার্ভে করে গাছগুলির অবস্থা খতিয়ে দেখতে বলেছি। হেলে থাকা গাছগুলি কোনওভাবে সোজা করে দেওয়া যায় কি না, মাটি দিয়ে গাছের গোড়া শক্ত করা যায় কি না—এসব পরীক্ষা করে দেখতে হবে।’