নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরফার সুচেতা নগরে শ্বশুরবাড়িতে ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা সিভিল ইঞ্জিনিয়ার। মৃতার নাম সোনিয়া নন্দী (২৬)। শুক্রবার সকাল সওয়া ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে গরফা থানার পুলিস জানতে পেরেছে, সোনিয়া নন্দীর স্বামী সপ্তর্ষি দাসও একজন সিভিল ইঞ্জিনিয়ার। কাজের সূত্রে তিনদিন আগে তিনি ধানবাদে গিয়েছেন। দু’বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। বাড়িতে ছিলেন শাশুড়ি সুমতি দাস ও সোনিয়া। এদিন সকালে দোতালায় তাঁর ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় গৃহবধূকে। পরে তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সোনিয়াদেবী হঠাৎ কেন আত্মঘাতী হলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিস ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে অবশ্য সোনিয়া কাউকে দায়ী করেননি। প্রাথমিক তদন্তেও কোনও অসঙ্গতি মেলেনি বলে পুলিসের দাবি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাত পর্যন্ত এই ঘটনায় অভিযোগ দায়ের হয়নি।