নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মগরাহাটের উস্তি থানা এলাকার নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্রীকে বিহার থেকে উদ্ধার করল পুলিস। সোমবার তাকে ফিরিয়ে আনা হয়েছে। নাচের প্রতি খুবই আগ্রহ ছিল কিশোরীর। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে পরিচয় হয় ছাত্রীর। ওই যুবক তাকে নাচের সুযোগ করে দেওয়ার নাম করে বিহারে ডেকে পাঠায়। সেই মতো বাড়িতে না জানিয়ে জুন মাসের ২২ তারিখ চলে যায় ওই ছাত্রী। মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তার বাড়ির লোকজন। তদন্তে নেমে পুলিস ছাত্রীর মোবাইল লোকেশন ট্র্যাক করে বিহারের জাহানাবাদ এলাকায় পৌঁছে যায়। সেখান থেকেই তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত সুপার মিতুন দে বলেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। ছাত্রীকে যে বিহারে আসতে বলেছিল, তার খোঁজ চলছে। কিশোরীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।