নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেড় মাস আগে প্রতিবেশী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠেছিল এক যুবকের বিরুদ্ধে। তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিস। মধ্যমগ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম শাহজাহান আলি (৪৪)। শুক্রবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বাড়ি শাসন থানা এলাকায়। অভিযুক্ত শাহজাহান তাঁর প্রতিবেশী। অভিযোগ, দীর্ঘদিন ধরে গৃহবধূকে উত্ত্যক্ত করত শাহজাহান। ১২ মে সন্ধ্যা সাতটা নাগাদ গৃহবধূ দোকানে যান। অভিযোগ, সেই সময় রাস্তা থেকে গৃহবধূর মুখ চেপে তুলে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে শাহজাহান তাঁকে ধর্ষণ করে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শাহজাহান আলির বিরুদ্ধে কেস শুরু করে শাসন থানার পুলিস। নির্যাতিতা গোপন জবানবন্দিতে ধর্ষণের কথা জানান ম্যাজিস্ট্রেটকে। এদিকে, বেপাত্তা অভিযুক্তর হদিশ পেতে তল্লাশি চালায় পুলিস। শেষে পলাতক অভিযুক্তের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মধ্যমগ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।