নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ইছাপুরের কয়রাপুর খালপাড়ে মদের আসরে বন্ধুদের হাতে বেধড়ক মার খেল এক যুবক। তাঁর শরীরের একাধিক জায়গায় কোপানো হয়েছে বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, আক্রান্ত যুবকের নাম সৈকত সরকার। পেশায় গাড়িচালক এই যুবকের বাড়ি শ্যামনগরের অম্বিকাপল্লিতে। বর্তমানে তিনি কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে দেখা করতে ইছাপুরের কয়রাপুর খালপাড়ে যান সৈকত। পুলিসের অনুমান, সেখানে মদ্যপানের আসর বসেছিল। ওই আসরেই বন্ধুদের সঙ্গে বচসা হয় তাঁর। বেধড়ক মারধর করা হয় সৈকতকে। তখনই ছুরিকাহত হন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে বারাকপুরের বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কী কারণে তিনি খালপাড়ে গিয়েছিলেন, কেন বচসা হয়েছিল, কেনই বা তাঁকে ছুরি দিয়ে কোপানো হল, এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিস। বাসুদেবপুর থানার পুলিসের বক্তব্য, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।