• ১৩ হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার দুই
    বর্তমান | ০৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রায় ১৩ হাজার টাকার জাল নোট সহ দুই যুবককে গ্রেপ্তার করেছেন হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। ধৃতদের নাম জসিমউদ্দিন লস্কর ও রামিজ রাজ লস্কর। দু’জনেরই বাড়ি জগদীশপুর এলাকায়। ধৃতদের হেফাজতে নিয়ে আন্তঃরাজ্য জাল নোট পাচারের বড় চক্রকে ধরতে তৎপর হয়েছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২ জুলাই রাতে জগাছা থানার গড়ফা এলাকায় অভিযান চালান হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। সেখান থেকে জসিমউদ্দিন লস্কর ওরফে রকিকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের কাছ থেকে আট হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় পুলিস স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। রকিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও একজন জাল নোটের কারবারির হদিশ মেলে। বৃহস্পতিবার গভীর রাতে কোনা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে রামিজ রাজকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাঁচ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রে আরও কয়েকজন জড়িত বলে পুলিস জানিয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)