চিকিৎসায় গাফিলতি! প্রসূতির মৃত্যু ঘিরে বিক্ষোভ দেগঙ্গায়
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রসূতির মৃত্যুকে ঘিরে শুক্রবার রাতে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল দেগঙ্গায়। মৃতের পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে। তাঁরা বেড়াচাঁপায় বারাসত-টাকি রোডের উপর মৃতদেহ রেখে দফায় দফায় বিক্ষোভ দেখান। চলে অবরোধও। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিস জানিয়েছে, মৃতার নাম তামিনা খাতুন (২৩)। বাড়ি মাটিয়ায়।
পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, গত সোমবার প্রসব যন্ত্রণা ওঠায় তামিনাকে ভর্তি করা হয় বেড়াচাঁপার একটি নার্সিংহোমে। এদিন দুপুরে কন্যাসন্তান প্রসব করেন তিনি। কিন্তু, তারপরেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। নার্সিংহোমের তরফে তড়িঘড়ি তাঁকে পাঠানো হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জরুরি ভিত্তিতেই তাঁর চিকিৎসা চলছিল সেখানে। অবশেষে, শুক্রবার দুপুরে মৃত্যু হয় তামিনার। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন। মৃতার স্বামী শুকুর আলি ও দাদা মিজান সর্দার বলেন, নার্সিংহোমের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে তাঁর। তবে সদ্যোজাত কন্যাসন্তান সুস্থ রয়েছে। তাঁরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। পুলিস জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।