• ধর্মীয় ভাবাবেগে আঘাত, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সুকান্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি শিখ সংগঠনের
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৫
  • শিখদের পবিত্র পাগড়িতে জুতো ছুঁড়েছিলেন। তার জেরে শিখ সংগঠনের রোষে পড়লেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করেছেন শিখ ধর্মাবলম্বীরা। ইতিমধ্যেই শিরোমণি গুরুদ্বার প্রবর্ধক কমিটির পক্ষ থেকে সুকান্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবার শিখ সংগঠন চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চিঠিতে সুকান্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

    প্রসঙ্গত, গত ১৫ জুন কলকাতার শ্রী গুরু সিং সভার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওতে দেখা যায়, সুকান্ত মজুমদার কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে উঠে দাঁড়িয়ে রয়েছেন। তখন তিনি হাওয়াই চপ্পলের একটি কাটআউট বাইরে লক্ষ্য করে ছুঁড়ে দেন। ঘটনাচক্রে সেটি উড়ে গিয়ে পড়ে এক শিখ ধর্মাবলম্বীর পাগড়িতে।

    যদিও ঘটনার দুই দিন পর এক্স হ্যান্ডলে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘গত ১২ জুন, কলকাতার কালীঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের সময়, কলকাতা পুলিশ আমাকে সহ বিজেপির অন্যান্য রাজ্য নেতৃবৃন্দ ও কার্যকর্তাদের আটক করে বলপূর্বক প্রিজন ভ্যানে তোলে। সেই সময় উত্তেজনার মুহূর্তে, পুলিশের উদ্দেশে ছোড়া একটি প্ল্যাকার্ড দুর্ঘটনাবশত আমার নিরাপত্তার দায়িত্বে থাকা এক শিখ ধর্মাবলম্বী সিআইএসএফ কর্মীর পবিত্র পাগড়ির উপর পড়ে। এই অনিচ্ছাকৃত ঘটনায় যদি কোনও শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে আমি বিনম্রভাবে তাঁদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)