• উল্টো রথ ও মহরমে ৫০০০ পুলিশ রাস্তায়, নিরাপত্তায় জোর
    এই সময় | ০৫ জুলাই ২০২৫
  • এই সময়: আজ, শনিবার উল্টো রথ এবং কাল, রবিবার মহরমের দিন ‍নিরাপত্তার পাশাপাশি শহরের ট্র্যাফিক ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছে লালবাজার। আজ, শনিবার উল্টো রথে শহরের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বেরোবে।

    তার ফলে শহরের কিছু রাস্তায় সাময়িক ভাবে ট্র্যাফিকের গতি শ্লথ হওয়ার সম্ভাবনা। শুক্রবার লালবাজারের তরফে জানানো হয়েছে, শহরের পথে পর্যাপ্ত পুলিশ থাকবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    এ দিন অতিরিক্ত দু’হাজার পুলিশকর্মী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে। শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয় , শহরের নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পুলিশকর্তারা।

    কাল, রবিবার মহরমের দিন শহরের বিভিন্ন রাস্তায় তাজিয়া–সহ শোভাযাত্রা বেরোবে। সে দিনও যানজটের আশঙ্কা থাকছে। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকবে।

    তবে নিরাপত্তার কারণে মহরমের দিন আড়াই হাজার অতিরিক্ত পুলিশকর্মী রাস্তায় থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা নোটিফিকেশনের মাধ্যমে থানাগুলিকে তাদের দায়িত্বের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন।

    সব মিলিয়ে উল্টো রথ এবং মহরমে মোট ৫০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছেন। থাকবেন শীর্ষ পুলিশকর্তারাও।

  • Link to this news (এই সময়)