• উইকএন্ডে উল্টোরথ, ভিড় নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা দিঘায়
    এই সময় | ০৫ জুলাই ২০২৫
  • এই সময়, দিঘা: মাসির বাড়ি থেকে আজ, শনিবার মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। উল্টোরথ দেখতে দিঘায় ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। উইকএন্ডে স্বাভাবিক ভাবেই ভিড় বেশি হবে বলেই মনে করছে পুলিশ, প্রশাসন।

    সে জন্য আগে থেকেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রথ টানার সময়ে কোনওভাবে যাতে বিশৃঙ্খলা না-ঘটে তার জন্যে মাসির বাড়ি থেকে মূল মন্দির পর্যন্ত এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

    বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে রাস্তার দু’পাশ। জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘শুক্রবার বিকেল থেকে ওল্ড দিঘায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাইপাস হয়ে নিউ দিঘা পর্যন্ত যান চলাচল করবে।’

    ওল্ড ও নিউ দিঘার হোটেল মালিকরা জানিয়েছেন, প্রতি বছর বর্ষার সময়ে পর্যটকদের ভিড় কিছুটা কম থাকে। তবে উল্টোরথ ও উইকএন্ডের ছুটির কারণে হোটেলে ভিড় রয়েছে।

    শুক্রবার রাত থেকেই পর্যটরা হাজির হয়ে গিয়েছেন দিঘায়। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘উল্টোরথে ভালো ভিড় হবে দিঘায়।’

    উল্টোরথের দিন মাসির বাড়িতে ১০ হাজার মানুষকে ভোগ খাওয়ানো হবে বলে জানিয়েছেন মাসির বাড়ি মন্দির কমিটির সভাপতি সুশীল প্রধান।

    দিঘা মন্দির ট্রাস্টি কমিটির সদস্য ও ইস্কনের (কলকাতা) ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, ‘ধর্মীয় আচারবিধি মেনে উল্টো রথের দিন রথে চড়ে মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রতিদিনের মতো উল্টোরথের দিনও রাজভোগ, পিঠে-সহ ৫৬ ভোগ নিবেদন করা হবে।’

  • Link to this news (এই সময়)