অমরনাথ যাত্রার শুরুতেই বিঘ্ন। দুর্ঘটনাগ্রস্ত তীর্থযাত্রীদের বাসের কনভয়। জম্মু-কাশ্মীরের রামবানের এই ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছেন। বাসের ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর।
শুরু হবে: পার্ক স্ট্রিট মেট্রোর কাছে আউটরাম রোড থেকে রুট: ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-আউটরাম রোড-জেএল নেহরু রোড-ডোরিনা ক্রসিং- মৌলালি ক্রসিং-সিআইটি রোড-পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং- হাঙ্গারফোর্ড স্ট্রিট-ইস্কন মন্দির
২১ জুলাইয়ের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী ১৮ তারিখ তিনি বঙ্গে আসতে পারেন। করতে পারেন জনসভা।
শুক্রবার রাতে পাটনাতে নিজের বাড়ির সামনেই গুলি করে খুন করা হলো ব্যবসায়ী, বিজেপি নেতা গোপাল খেমকাকে। জানা গিয়েছে, এক ব্যক্তি তাঁকে গুলি করেই পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপাল খেমকার। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শনিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আট জেলায়। এই জেলাগুলি হলো বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। অন্যান্য জেলাগুলিতেও হাল্কা বৃষ্টি হতে পারে।