• উল্টোরথে জেলায় জেলায় চলবে দুর্যোগ, জারি হলুদ ও কমলা সতর্কতা
    আজকাল | ০৫ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উল্টোরথের দিন রয়েছে জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস শুক্রবার থেকে রবিবার অবধি কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। শুক্রবার প্রায় সারাদিনই কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টি হয়েছে। শনিবারও সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে।

    সক্রিয় মৌসুমী অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে যাচ্ছে। এর প্রভাবে টানা দু–তিনদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামী অন্তত সাতদিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, শনি ও রবিবার হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে। 

    এদিকে, টানা সাতদিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। তবে শনি ও রবি বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার থেকে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।
  • Link to this news (আজকাল)